কলকাতা: আরজিকরে মহিলা চিকিৎসক 'খুনে' গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer of Kolkata Police Arrested)। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের পুলিশ হেফাজত (Police Custody)। 


সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।


আর জি কর মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে খুন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলল যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে মিলল অসংখ্য় আঘাতের ক্ষত। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে মৃত চিকিৎসকের পরিবারও।মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক।


আরও পড়ুন, অগ্নিগর্ভ বাংলাদেশ, কমিটি গঠন ভারত সরকারের, বড় বার্তা শাহের, 'ওপারে থাকা সংখ্যালঘুদের..'


হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।