প্যারিস: শুক্রবার ভারতীয় সময় রাত ১১টার পর কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন ভারতের পালোয়ান আমন শেরাওয়াত। এ নিয়ে পরপর ৬টি অলিম্পিক্সে কুস্তিতে পদক পেল ভারত। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্স থেকে শুরু হয়েছিল যে সফর। ১৯৫২ সালের পর বেজিংয়েই ফের কুস্তিতে পদক জিতেছিল ভারত। তবে তার পর থেকে আর বিরাম নেই। অলিম্পিক্সে কুস্তিতে নিয়মিতভাবে পদক জিতছেন ভারতের পালোয়ানেরা।


প্যারিস (Paris Olympics) থেকে কি আরও এক পদক আসবে কুস্তিতে? আশা জাগিয়ে শনিবার নামছেন রীতিকা হুডা (Reetika Hooda)। মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিন বা প্রি কোয়ার্টার ফাইনালে নামছেন রীতিকা। দুপুর তিনটের সময় রয়েছে তাঁর ইভেন্ট। সেই ম্যাচে জিতলে শনিবারই মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালেও লড়াই করবেন রীতিকা হুডা। বিকেল ৪.২০ মিনিটে হবে সেই ম্যাচ। যদি সেই ম্যাচেও ভারতের মহিলা পালোয়ান জিতে যান, তাহলে মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের সেমিফাইনালেও শনিবারই নামবেন রীতিকা। ভারতীয় সময় রাত ১০.২৫ মিনিটে হবে সেই সেমিফাইনাল। যে ম্যাচ জিতলে শনিবারই কুস্তিতে ভারতের আরও একত পদক জয় নিশ্চিত হয়ে যাবে।


যদি প্রথম ম্যাচেই হেরে যান রীতিকা? তাও থাকছে পদক জয়ের সম্ভাবনা। কীভাবে? কুস্তির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে যাঁর কাছে হারবেন কোনও পালোয়ান, সেই কুস্তিগীর যদি ফাইনালে ওঠেন, তাহলে রেপেশাঁ রাউন্ড খেলে ব্রোঞ্জ জয়ের সুযোগ পান প্রথম রাউন্ডে পরাজিত কুস্তিগীরেরাও।


শনিবার অলিম্পিক্সে ভারতের সূচি


গলফ


মহিলাদের ব্যক্তিগত বিভাগের স্ট্রোক প্লে রাউন্ড ফোর - অদিতি অশোক ও দীক্ষা ডগর, দুপুর ১২.৩০


কুস্তি


মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিন - রীতিকা হুডা, দুপুর ৩টে


মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল - রীতিকা হুডা (যোগ্যতা অর্জন করলে), বিকেল ৪.২০


মহিলাদের ফ্রি স্টাইল ৭৬ কেজি বিভাগের সেমিফাইনাল - রীতিকা হুডা (যোগ্যতা অর্জন করলে), রাত ১০.২৫


সব ম্যাচই টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে সরাসরি স্ট্রিমিং।


আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম