অর্ণব মুখোপাধ্য়ায়, আবির দত্ত, সন্দীপ সরকার, কলকাতা : গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা। এরপর সোমবার সন্ধেয় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তবে শুধু সন্দীপই নন, তাঁর ঘনিষ্ঠ তিনজনকেই গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের লম্বা তালিকা তো এখন অনেকেরই জানা, তার এই তিন ঘনিষ্ঠও কিন্তু কম যায় না। এদের কীর্তিও বিরাট। গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও দুই জন। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দু'জনকে, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। 


 ধৃত সুমন হাজরা


এরা কারা ? CBI-এর হাতে ধৃত সুমন হাজরা 'হাজরা মেডিক্য়াল' নামে হাওড়ার সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। দুর্নীতি তদন্তে সেই ওষুধের দোকানেও হানা দিয়েছিল সিবিআই। 


ধৃত বিপ্লব সিংহ


আরেক ধৃত বিপ্লব সিংহ 'মা তারা ট্রেডার্স' নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতির মামলায় CBI যে FIR করেছিল, তাতে ‘মা তারা ট্রেডার্স’ নামে সংস্থার নাম ছিল।  গত সপ্তাহে CBI সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। 


অভিযোগ, ধৃতদের বেআইনিভাবে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেন সন্দীপ ঘোষ, এই বিষয়ে আগেই দৃষ্টি আকর্ষণ করেছিলেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার। তিনি দাবি করেছিলেন, 'এরা হচ্ছে সব ডক্টর সন্দীপ ঘোষের খাস লোক। মা তারা ট্রেডার্স, এদের অনেকগুলো কোম্পানি আছে। আর জি করে যত কাজ হত, ধরুন এই ক্য়ান্টিন চালানো, তোয়ালে সাপ্লাই করা, প্রিন্টিং করা, একটা অত্য়াধুনিক যন্ত্র সরবরাহ করা,এরাই করত এবং এদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে ভাল একটা লেনদেন হত। যে জিনিসের ১০০ টাকা, সেটা ৩০০ টাকা হয়ে যেত। এভাবে সরকারি টাকার অপব্য়বহার হয়েছে।'  


ধৃত আফসর আলি খান


আরেকজন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলি খান ! সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে ওই আফসর আলি খানকেই আর জি কর মেডিক্য়ালের বর্তমান অধ্য়ক্ষকে হুমকি দিতে দেখা গিয়েছিল। নিজেকে মুখ্যমন্ত্রীর পাঠানো লোক বলেও দাবি করেছিল ওই আফসর। 


এদির প্রত্যেকেরই দৌরাত্ম্যের কথা শোনা যায় আরজি করের অলিন্দে। তবে এতদিন এদের টিকিটিও ছোঁয়া সম্ভব ছিল না। এবার কি তবে একে একে বেরবে ঝুলির সব বিড়াল?  


আরও পড়ুন :


'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে