অর্ণব মুখোপাধ্য়ায়, আবির দত্ত , সন্দীপ সরকার, কলকাতা  :আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। এই আফসার আলি খানের দাদাগিরি দেখে কিছু দিন আগেই স্তম্ভিত হয়েছিলেন নেটিজেনরা। কীভাবে মুখ্যমন্ত্রী নাম বলে, আর জি করে চলত আফসর-রাজ, সেটাই প্রকাশ্যে আনে ভাইরাল ভিডিও। শিক্ষক, অধ্যক্ষ, ছাত্র, কিছুই মানত না এই আফসার। গলা তুলে হুমকির সুরে কথা বলতে দেখা যায় তাঁকে বর্তমান অধ্যক্ষের সঙ্গেও। 


চিকিৎসক মানস বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে এই আফসারের একটি কথোপকথন ভাইরাল হয়ে যায়। এই মানস বন্দ্যোপাধ্যায়কেই আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের অধ্য়ক্ষ করা হয়েছে। তিনি কর্মী না হওয়া সত্ত্বেও ক্য়াম্পাসে আফসরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর তাতেই রীতিমতো মেজাজ দেখাতে দেখা যায় সন্দীপ ঘনিষ্ঠকে। 


কে এই আফসার ? তার দাবি, সে নাকি অ্যাডিশনাল সিকিওরিটি। আর তার গলা এত উঁচু কেন ? 'স্বর আস্তেই আছে। আমার গলার স্বর এরকমই। আমাদের খানদের গলার আওয়াজ এরকমই হয়' । আফসারের ঔদ্ধত্যের নজির এখানেই শেষ নয়। বরং সে বুক বাজিয়ে বলে, 'দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা বলুন। কে আছে, বলুন দিদির সঙ্গে কথা বলতে, কে পাঠিয়েছিল আমাকে, কীসের জন্য।'  তাকে কাজ কর্ম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ আরও এক ধাপ উঁচুতে ওঠে। তারপর অধ্যাপকদের সামনেই চ্যালেঞ্জ ছুড়ে বলে, CM... CM দিদিকে। বলুন ফোন করতে।


এই ভিডিও সোশ্যাল মিডিয়া  মারফত সামনে এনেই বিজেপির আইটি সেল প্রধআন অমিত মালব্য প্রশ্ন তোলেন, তাহলে আর জি কর এ মুখ্যমন্ত্রীর স্বার্থ থাকতে পারে, যে তিনি নতুন অধ্যক্ষ ও কর্তৃপক্ষের ওপর নজর রাখতে একজন দুষ্কৃতীকে পাঠালেন? 


সেই আফসর আলিকে সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করেছে সিবিআই।  এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দু'জনকে। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা।  এবার কি আফসরকে চাপে ফেললেই বেরিয়ে আসবে তার ভমিকা কী ছিল ? কেই বা তাকে পাঠিয়েছিল? কেন মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি দিত সে ? 



আরও পড়ুন :


'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে