রুমা পাল, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে, রাজ্য়ের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েই, এবার পড়ুয়া-চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। (RG Kar Medical Student Death)
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার অভিঘাত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দিল্লি থেকে পাটনা, মুম্বই থেকে নাগপুর, আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কোথাও প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকরা, কোথাও দোষীদের গ্রেফতারির দাবিতে উঠছে স্লোগান। দোষী বা দোষীদের কঠিনতম শাস্তির দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা। (RG Kar Doctor Murder Case)
কলকাতা থেকে জেলা, রাজ্য়ের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে চলছে প্রতিবাদ-কর্মসূচি, বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি। এই পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগী এবং তাঁদের পরিবারকে। তাই চিকিৎসকরা যাতে আবার সাধারণ মানুষের চিকিৎসা শুরু করেন, তার জন্য অনুরোধ জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
মঙ্গলবার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েই প্রধান বিচারপতি বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
তাঁদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না।" পাশাপাশি, আন্দোলনরত চিকিৎসক-পড়ুয়াদের কাজে ফেরার অনুরোধ জানান তিনি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার শ্য়ামবাজার থেকে মিছিল করে শিল্পী-সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। মিছিল শেষ হয় আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সরাসরি হাসপাতালে গিয়ে পৌঁছন অপর্ণা সেন। আর জি কর কলেজের গেটে বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। এতদিন তাঁরা কোথায় ছিলেন, জানতে চান চিকিৎসকরা।
সেখানে অপর্ণা জানান, কলকাতার নাগরিক হিসেবে লজ্জিত তিনি। সম্পূর্ণ সমর্থন জানাতে এসেছেন। সরকারকে এই ঘটনার দায় নিতে হবে, কেন সিভিক ভলান্টিয়ারদের ঢুকতে দেওয়া হচ্ছে প্রশ্ন তোলেন অপর্ণা। সিভিক ভলান্টিয়ারদের মধ্যেই নষ্টামির বীজ লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনীয়াও আর জি কর যান গতকাল। তিনি জানান, এই নিরাপত্তাহীনতার দায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রীর। সিভিক ভলান্টিয়ারের নাম শোনা গিয়েছে। অবিলম্বে পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর।
এই আবহেই বুধবার রাজ্য়জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এই ঘটনায় নিজের ছবি 'খাদানে'র টিজার মুক্তি পিছিয়ে দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব।