সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) সিবিআইকে (CBI) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) চিঠি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) জিজ্ঞাসাবাদের দাবি। 'চিকিৎসক ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়', মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদ চেয়ে সিবিআই-অধিকর্তাকে বিজেপি সাংসদের চিঠি।


'তথ্যপ্রমাণ লোপাটের মূল চক্রী মমতা', CBI-কে চিঠি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


ইতিমধ্যেই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর ডিরেক্টরকে যে চিঠি লিখেছেন তার মূল বিষয়বস্তু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু কেন? তার কারণ বিস্তারিত চিঠিতে ব্যাখ্যা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিঠিতে দাবি, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তথ্যপ্রমাণ লোপাটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে মুখ্যমন্ত্রী, তেমনই তিনি পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও বটে। ফলে এই ঘটনার ক্ষেত্রে, পুলিশকর্মীরা তাঁর নির্দেশ ছাড়া কোনও কাজ করতে পারে না বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদের দাবি, দ্বিতীয় ময়না তদন্ত এড়ানোর জন্যই, তড়িঘড়ি করে নির্যাতিতার দেহের অন্তিম সংস্কার সেরে ফেলা হয়। দেহ দাহ না হলে, দ্বিতীয়বার ময়না তদন্ত করার সুযোগ থাকত বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাতে তথ্যপ্রমাণ পাওয়ার সুযোগ থাকত বলে দাবি। 


এর আগেই সংবাদমাধ্যমে মুখ খোলেন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে, ঘুণ ধরে গিয়েছে। শুধু আর জি কর নয়, রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলিতেও দুর্নীতি চলছে। দুষ্ট চক্র স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে। কিছু প্রভাবশালী চিকিৎসকও এর সঙ্গে যুক্ত। আর জি করের মহিলা চিকিৎসক আগেই দেবাশিস সোমের নাম নিয়েছিলেন। সম্প্রতি যে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়, তাঁর মৃতদেহ নিয়ে বৈঠকেও দেবাশিস উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই দেবাশিস আসলে সন্দীপের উপদেষ্টা। সবাই মিলে ডুববে, চিন্তা নেই।'


আরও পড়ুন: RG Kar News: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে 'নবান্ন অভিযান', কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ক্লাস বন্ধের নোটিস


একটানা CBI তল্লাশি নিয়ে সুকান্ত বলেন, 'আমরা, বাংলার মানুষ দেখতে চাই, কবে CBI বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে এভাবে তল্লাশি চালাবে! ওঁর বাড়িতেও CBI যাক, বাজেয়াপ্ত করা হোক ওঁর ফোন। স্বাস্থ্যসচিব স্বরূপ নিগম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, দুই মাথা, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারের ফোন নিয়েও তদন্ত হোক। এঁরা নাটের গুরু। উপর থেকে বুদ্ধিদাতার কাজ করেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।