কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) নির্যাতিতার বিচার চেয়ে মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের (Nabanna Abhijan) অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। কিন্তু এরই মধ্যে নিরাপত্তা জনিত কারণে শহরের একাধিক বেসরকারি স্কুলে ক্লাস বন্ধ, পরীক্ষা পিছিয়ে দেওয়ার নোটিস (Notice Issued) জারি করা হল।
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক, শহরের একাধিক বেসরকারি স্কুলে ক্লাস বন্ধের নোটিস
মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্, ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়, বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত, দাবি স্কুল কর্তৃপক্ষের।
এদিকে এই অভিযানকে বেআইনি, অবৈধ বলে, কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। এই অভিযানে তৃণমূলের মতোই, আন্দোলনের নামে দুষ্কৃতী ঢুকিয়ে হিংসার চক্রান্ত দেখছে পুলিশও। ভিডিও প্রকাশ করে পুলিশ দাবি করছে, গতকাল সকালে, হায়াত রিজেন্সিতে এক নেতার সঙ্গে বৈঠক করেছেন এই সংগঠনের এক প্রতিনিধি। যদিও ছাত্র সমাজের সদস্যদের দাবি, কাল কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে।
আরও পড়ুন: RG Kar Incident: চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই ভিড়ে ঠাসা সেমিনার রুমের ভিডিও ভাইরাল! ফিরহাদ বললেন...
আগামীকালের নবান্ন অভিযান কর্মসূচি অরাজনৈতিক বলে দাবি করছে, আহ্বায়ক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে, এই নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি। তবে, এই আন্দোলনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এদিকে, নবান্ন অভিযানের নামে উস্কানি দেওয়ার অভিযোগে, ঘাটালের ২ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।