সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর মেডিক্যালে 'বোমাতঙ্ক'!জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থলে পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে আতঙ্ক! ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইএসএফ, রয়েছে বোম্ব স্কোয়াড!
ঠিক কি ঘটেছে?
সকাল থেকেই এই ব্যাগটিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সেভাবে গুরুত্ব না দিলেও বেলা ১২টার সময় সকলের নজরে আসে ওই ব্যাগটি। সকাল থেকে কেন ওখানে ব্যাগটি পড়ে রয়েছে তা নিয়েই চাঞ্চল্য ছড়ায়। আর জি করের জুনিয়র ডাক্তাররাই কলকাতা পুলিশের নজরে আনে বিষয়টি এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন, 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ
এদিন স্নিফার ডগ দিয়ে এলাকা পরীক্ষা করা হয়। এরপর ঘণ্টা দেড়েক পর এসে পৌঁছয় বম্ব স্কোয়াড। এরপর বম্ব স্কোয়াডের এক আধিকারিক স্যুট পরে ওই ব্যাগটি পরীক্ষা করতে যান। দু'দফায় ব্যাগ চেক করা হয়। ব্যাগে ক্যামেরা ঢুকিয়ে চেক করা হয়। আরও যন্ত্রপাতি এনে পরীক্ষা করা হয় ব্যাগটি।
প্রসঙ্গত ৯ অগাস্টে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকেই এই অবস্থান মঞ্চ থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়ার চিকিৎসকরা। যদিও বর্তমানে স্বাস্থ্যভবনের সামনে ৫ দফা দাবি নিয়ে আন্দোলন অবস্থানে রয়েছেন তাঁরা। সেই মঞ্চেই এই পরিত্যক্ত ব্যাগটি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। কে বা কারা এই ব্যাগটি রেখে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। সুরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে কীভাবে তা সম্ভব হল?
প্রসঙ্গত, আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এও জানান হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেখানে এমন বোমাতঙ্ক ঘিরে সুরক্ষা ব্যবস্থা নিয়েই এখন একাধিক প্রশ্ন উঠছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে