সৌমিত্র রায়, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ ছাড়াও  আরও ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। এঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করতে নিজাম প্যালেসে পৌঁছয় চিকিৎসকদের একটি দল। 


সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত ১২টা ১০ মিনিট নাগাদ চিকিৎসকসহ তিন জনের প্রতিনিধি দল বিআর সিংহ হাসপাতাল থেকে নিজাম প্যালেসে আসে।  


জানা গিয়েছে, সন্দীপ ঘোষ-সহ ৪ জনের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। দু-জন চিকিৎসক এবং জন স্বাস্থ্যকর্মী ওই দলে রয়েছে। যদিও আগে ইডি সিবিআই-এর হাতে কেউ গ্রেফতার হলে তাঁদের সাধারণত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়েই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা নিজাম প্যালেসেই করার ব্যবস্থা করা হয়। ১.৪৫ মিনিটে চিকিৎসকদের দল নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে যান। 


আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও ৩জন গ্রেফতার, কারা তাঁরা?


চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। এছাড়াও আর জি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলিকেও গ্রেফতার করা হয়। পাশাপাশি আর জি কর মেডিক্যালের ২ ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহকেও গ্রেফতার করে সিবিআই। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই।                                                                  


এদিকে, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএ রাজ্য শাখার। 


কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলিকেও। সম্প্রতি এই আফসর আলির বিরুদ্ধে আর জি কর মেডিক্যালসের বর্তমান অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দু'জনকে। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। CBI-এর হাতে ধৃত সুমন হাজরা 'হাজরা মেডিক্যাল' নামে হাওড়ার সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। দুর্নীতি তদন্তে সেই ওষুধের দোকানেও হানা দিয়েছিল সিবিআই। আরেক ধৃত বিপ্লব সিংহ 'মা তারা ট্রেডার্স' নামে একটি সংস্থার কর্ণধার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে