প্রকাশ সিনহা, কলকাতা :  আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় বেরিয়ে আসতে পারে এবার বহু গোপন তথ্য, অজানা অধ্যায়। এখনও পর্যন্ত যা জানা যায়নি, তারও সন্ধান পেতে পারেন গোয়েন্দারা। ধর্ষণ-খুনের মামলার তদন্তে মোড় ঘোরানো তথ্য দিতে পারে তল্লাশিতে পাওয়া ৪টি হার্ড ডিস্ক। গোয়েন্দারা ঘটনার তদন্ত করার সময় এগুলি বাজেয়াপ্ত করেছিল। 


সিবিআইয়ের আশঙ্কা, এই হার্ডডিস্কগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেওয়া হয়ে গিয়ে থাকতে পারে। এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। তাই এগুলির ফরেন্সিক পরীক্ষা করাতে চেয়ে আদালতে অনুমতি চেয়েছিল সিবিআই। আদালতের সম্মতি পেয়ে ওই ৪টি হার্ড ডিস্কই পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই। চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে আর জি কর মেডিক্যালের ৪টি হার্ড ডিস্ক। 


কেন এমন আশঙ্কা করছে সিবিআই ? তদন্তকারী অফিসাররা এর আগে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোন পরীক্ষা করে দেখেছিলেন। তখনও নানা তথ্য, কল রেকর্ডিং ও চ্যাট ফোনগুলি থেকে ডিলিট করা হয়েছিল, যা পরে তদন্তকারীরা প্রযুক্তির সাহায্য নিয়ে উদ্ধার করেন বলে সূত্রের খবর। সেই উদ্ধার হওয়া কল রেকর্ড , তথ্য থেকে তদন্তের অনেক সূত্র মিলেছে। এখন হার্ড ডিস্ক থেকে বহু তথ্য ডিলিট হয়ে থাকলে, তা যদি উদ্ধার করা যায়, তাও তদন্তে সহায়ক হতে পারে। 


এর আগে সিবিআই আদালতে জানিয়েছিল, 'আমাদের (সিবিআই) কাছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স এসেছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি।   আরও কিছু পাব বলে আশা করছি।  টালা থানার DVD, হার্ড ডিস্ক, যেখানে CCTV ফুটেজ আছে, সেটার ফরেন্সিক টেস্টের রিপোর্ট আসার পর, ধৃতদের ফের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তা আছে। ' 


এই মুহূর্তে হার্ড ডিস্ক থেকে ডিলিট করা তথ্য উদ্ধারে মরিয়া সিবিআই।  কারণ তদন্তকারী অফিসারদের ধারণা, এই সব হার্ডডিস্ক থেকে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য । আগে একই ভাবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মোবাইল থেকে ডিলিট করে দেওয়া তথ্য উদ্ধার করেছিল সিবিআই। এবার ডিস্ক থেকে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন:


লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?