কলকাতা: জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) সঙ্গে দীর্ঘ বৈঠক শেষ। সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ওঁঁদের ৪টি দাবি আমরা মেনে নিয়েছি', বললেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। (RG Kar News)


জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর


৩৬ দিন ধরে টানা আন্দোলন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ টানাপোড়েন, সমস্যা, বাধা পেরিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে চলল প্রায় টানা ২ ঘণ্টার বৈঠক। সোমবার রাত পৌনে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান জুনিয়র চিকিৎসকেরা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান যে ডাক্তারদের ফের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 


আর জি কর কাণ্ডে সিপি, ২ স্বাস্থ্য কর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বিকেল ৪টের পরে কলকাতা পুলিশে বদল আনব। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। ওদের ৪টি দাবি আমরা মেনে নিয়েছি', বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসি নর্থকেও।


হাসপাতালের সুরক্ষা, পরিকাঠামো সমস্তই গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে, যদি কোনও সমস্যার সৃষ্টি হয় তাহলে সময় সময়, চিকিৎসকেরা নিজেদের বক্তব্য জানাতে পারেন। 'আমি মনে করি বৈঠক ইতিবাচক হয়েছে,' বলেন মুখ্যমন্ত্রী। 'ওঁরা ছোট বলে ওঁদের দাবি বেশিই মেনেছি বলা চলে। কার্যবিবরণীতে সই করেছি সকলেই। ওঁদের কাছে আবেদন করেছি ফিরে গিয়ে সকলের সঙ্গে আলোচনা করে কাজে যোগ দাও। মানুষের স্বার্থে। চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলির খানাকুলে ৩৫ জন মানুষ আটকে পড়েছেন, তাঁরা বেরোতে পারেননি। কিন্তু হঠাৎ করে জল ছেড়েছে ডিভিসি', জানান মুখ্যমন্ত্রী। কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত জানাননি চিকিৎসকেরা।


আরও পড়ুন: RG Kar News: 'আন্দোলনের চাপে সিপির পদত্যাগের দাবি মানা হয়েছে', ৫ ঘণ্টা বৈঠক শেষে জানালেন জুনিয়র চিকিৎসকরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।