কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য। এখনও বিচার মেলেনি সেই নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডের। এই আবহেই এবার উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, 'পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন'। এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া নির্যাতিতা চিকিৎসকের মায়ের?
'দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন'
রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের। কাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই এবার সাধারণ মানুষকে 'উৎসবে ফিরে আসুন' বললেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, 'দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন। কিন্তু সকলে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন, তাঁরা যদি পারেন ফিরতে তাহলে ফিরবেন। আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হত, আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। আমি কী করে বলব মানুষকে উৎসবে ফিরতে? এক মাস হয়ে গিয়েছে। যদি মুখ্যমন্ত্রীর পরিবারে এই ঘটনা ঘটত তাহলে পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, এখন আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কী বলব। দিদি যে আমাদের নামে মিথ্যা কথা বলছেন, আমাদের মেয়ে চলে গেছে, এখন আমরা মিথ্যা কথা বলব? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো, আপর কোনওদিনই তো আসবে না বাড়িতে মেয়েটা আমার।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেঁদে ফেললেন নিহত চিকিৎসকের মা।
অন্যদিকে আরজি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। 'আমরা কোনও চালান পাইনি', আদালতে জানায় সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল। এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা যায় না', মন্তব্য প্রধান বিচারপতির। 'ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া আর কোনও তথ্য নেই', সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। 'চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল?' প্রশ্ন প্রধান বিচারপতির। 'হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল', দাবি রাজ্যের। 'চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে', মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।