Realme Earbuds: রিয়েলমি সংস্থা (Realme) তাদের নতুন গেমিং ফোনের (Gaming Phone) সঙ্গে ভারতে লঞ্চ করেছে নয়া ইয়ারবাডসও (Realme Earbuds)। রিয়েলমি বাডস এন১ (Realme Buds N1) লঞ্চ হয়েছে দেশে। প্রিমিয়াম ফিচার রয়েছে এই ইয়ারবাডসে। আর যে ধরনের আধুনিক এবং উন্নত ফিচার রয়েছে সেই তুলনায় এই ইয়ারবাডসের দাম যথেষ্টই কম। ৪৬ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যানসেলেশন টেকনোলজির সাপোর্ট রয়েছে এই ফোনে। এর ফলে ফোনে যখন আপনার ইয়ারবাডস সংযুক্ত থাকবে তখন ফোন এলে আপনি এই ইয়ারবাডসের সাহায্যেই স্পষ্টভাবে কথা বলতে পারবেন। 


রিয়েলমির নতুন ইয়ারবাডসে ভাল শব্দ পাওয়ার জন্য রয়েছে ১২.৪ মিলিমিটারের Dynamic Bass Driver। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ৪০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাবেন আপনি। ফলে একবার চার্জ দিলেই অনেকক্ষণ এই ইয়ারবাডসে আপনি টানা গান শুনতে পারবেন কিংবা ব্যবহার করতে পারবেন ফোনে কথা বলার কাজে, ভিডিও দেখার কাজে, গেম খেলার কাজে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে রিয়েলমি বাডস এন১ ইয়ারবাডসে। এর ফলে একই সময়ে একসঙ্গে দুটো আলাদা ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে ব্লুটুথের সাহায্যে। এই ইয়ারবাডসে ২৬০ ডিগ্রি স্প্যাশিয়াল অডিও এফেক্ট পাবেন আপনি। কোনও জিনিস খুঁটিয়ে শুনতে হলে এই ইয়ারবাডস ব্যবহার করতে পারেন। 


রিয়েলমি বাডস এন১ ভারতে লঞ্চ হয়েছে সবুজ রঙের একটি শেডে, এনার্জাইজিং গ্রিন। এর দাম ১৯৯৯ টাকা। আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি। এই দামের সঙ্গে ৩০০ টাকা ছাড় এবং ২০০ টাকার কুপন যুক্ত রয়েছে। তার জেরেই দাম কমে হয়েছে ১৯৯৯ টাকা। অনলাইনে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। 


ভারতে হাজির রিয়েলমির নতুন গেমিং ফোন 


ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। রিয়েলমি সংস্থার নারজো সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট রয়েছে। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং E4 OLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ক্রেতারা একটি স্পেশ্যাল কুপন ডিসকাউন্ট পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- রিয়েলমির নতুন গেমিং ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।