ঝিলম করঞ্জাই, কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কলকাতা-সহ জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালগুলিতে আজও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। 


আর জি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানাতে গিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর শোনা যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যবস্থা নিলে কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর কোথাও চান্স মিলবে না। পাবে না পাসপোর্ট, ভিসা। 


পাল্টা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফেও জানিয়ে দেওয়া হয়, কোনও দমনপীড়নের মাধ্যমে তাঁদের আন্দোলনকে আটকানো যাবে না। রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির মধ্যেই স্বাস্থ্য দফতর ও আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জরুরি বিভাগ, আউটডোর-সহ সব পরিষেবাই চালু আছে। প্রফেসর থেকে শুরু করে মেডিক্যাল অফিসার, প্রত্যেকেই  কাজে আসছেন। আর জি কর হাসপাতালের আউটডোরে সকাল থেকে আজও রোগীর সংখ্যা স্বাভাবিকের থেকে কম। 


আরও পড়ুন, ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা?


এদিকে, বাংলা বন‍্ধ ঘিরে গতকাল তৃণমূলের সঙ্গে দিনভর সংঘাতের পর, আজ থেকে ফের পথে বিজেপি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় আজ থেকে ৭ দিনের ধর্নায় গেরুয়া শিবির। গতকাল রাতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর, ডোরিনা ক্রসিংয়েই বাধা হয়েছে মঞ্চ। এর আগে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে ৫ দিনের ধর্না কর্মসূচি পালন করেছে গেরুয়া শিবির। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রীর 'ফোঁস' মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ছে। ডাক্তারির পিজিটি ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে বঙ্গ বিজেপি। সকাল ১০টা থেকে শুরু হবে অবস্থান বিক্ষোভ। 


৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ ১৪ অগাস্ট আর জি কর মেডিক্যাল তাণ্ডব এই প্রেক্ষাপটে দোষীদের চরমতম শাস্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড-সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। চলছে লাগাতার আন্দোলন। আন্দোলনের ২০-তম দিনে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে