কলকাতা: সহকর্মীকে খুন ও ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথ চলে গেল জুনিয়র চিকিৎসকদের দখলে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে 'লালবাজার চলো' অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা।  প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারের উদ্দেশে রওনা দেন তাঁরা। CP-র পদত্যাগের দাবিতে হাতে হাতে ছিল পোস্টার। 


যদিও তাঁদের আটকাতে কার্যত দুর্গ বানিয়েছিল পুলিশ। বিশাল বিশাল গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত ছিল সবকিছুই। যদিও গার্ডরেলে বাধা পেতেই সেখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা।


তবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'আন্দোলনকারী চিকিৎসকরা আসতেই পারেন। আমাদের কোনও অসুবিধা নেই। সবাই জানেন আমাদের কোথায় কোথায় ১৪৪ ধারা রয়েছে। ৩৫-৪০ বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে এই বিবি গাঙ্গুলি স্ট্রিট কিংবা ফিয়ার্স লেনেই তা আটকানো হয়। নিয়মের বাইরে আমরা যেতে পারিনা। এখানে শান্তিপূর্ণ আন্দোলন করলে তা করতেই পারেন। আমাদের কোনও অসুবিধা নেই।'  


যদিও ডিসি সেন্ট্রালের দাবি মানতে নারাজ চিকিৎসকরা। তাঁদের তরফে বলা হয়, 'পুলিশ যে এসব বলছে কম ঘটনা আগে কোনওদিন দেখেছে বিশ্ব? কী হয়ে এসেছে সেই দোহাই দেবেন উনি? আমাদের সব মিছিল শান্তিপূর্ণ ছিল। আমাদের সঙ্গে কথা হয়েছিল বেন্টিংকের ওখান থেকে আমাদের প্রতিনিধি দল লালবাজারের মধ্যে যাবে।পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে চাওয়া হবে পদত্যাগ। সেই প্রমিস তো ভেঙেছে পুলিশই। কী অন্যায় দাবী করেছি আমরা?'  


এদিকে, জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকাতে বিশাল উঁচু লোহার দেওয়াল, শেকল দিয়ে বাঁধা। পুরো এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। হাতে লাঠি, ঢাল, মাথায় হেলমেট, থরে থরে সাজানো টিয়ার গ্যাসে শেল। এই নজিরবিহীন ব্যবস্থা কোনও গুন্ডাদমনের জন্য নয়। যাদের জন্য তাদের হাতে লাল গোলাপ, জাতীয় পতাকা, রজনীগন্ধার মালা, প্রতীকী শিরদাঁড়া। আর মুখে একটাই স্লোগান, সিপির পদ থেকে ইস্তফা দিতেই হবে বিনীত গোয়েলকে। ধনুকভাঙা পণ নিয়ে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। 



আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্টের পর, রবিবার ফের 'রাত দখল' হতে দেখেছে কলকাতা। যেখানে সামিল হয়েছিলেন অভিনয় জগতের সেলিব্রিটিদের একটা বড় অংশ। রাত পেরিয়ে সকাল, ফের আন্দোলনে সরগরম হল কলকাতার রাজপথ।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে