প্যারিস: পরপর দুই প্যারালিম্পিক্সে (Paralympic Games) দুই পদক। নজির গড়লেন ভারতের যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সেও ডিসকাস থ্রোয়ে পদক জিতলেন ভারতীয় অ্যাথলিট। 


পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ ইভেন্টে মরশুমের সেরা পারফরম্যান্স করে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। সোমবার প্যারিসে ২৯ বছরের অ্যাথলিট ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন। প্রথম প্রয়াসেই তিনি এই দূরত্ব অতিক্রম করেন। সেটাই তাঁর সেরা থ্রো। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রুপো জিতেছিলেন যোগেশ। প্যারিসেও পেলেন রুপো।


যোগেশের বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লডিনি বাতিস্তা দস স্যান্তোস (Claudiney Batistados Santos)। প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস থ্রোয়েল সোনা জয়ের হ্যাটট্রিক হল বাতিস্তার। পঞ্চম প্রয়াসে ৪৬.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করে প্যারিলিম্পিক্সে নতুন রেকর্ডও গড়লেন তিনি। ৪১.৩২ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের কনস্ট্যান্টিনোস জুনিস (Konstantinos Tzounis)।


বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের বসে ডিসকাস থ্রো করার ইভেন্ট এফ ৫৬ বিভাগ। যাঁদের কোনও অঙ্গচ্ছেদ হয়েছিল বা মেরুদণ্ডে চোট রয়েছে, তাঁরা এই বিভাগে অংশ নিতে পারেন। 


যোগেশকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, 'সাহসী মানসিকতার পরিচয় দিয়েছেন। দুইয়ে দুই যোগেশ কাঠুনিয়ার। ধারাবাহিকতা আপনার নামেই রয়েছে।' কিরেণ রিজিজু থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব অভিনন্দন জানিয়েছেন যোগেশকে।           


 






 






আরও পড়ুন: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা