পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। সেই হাসপাতালেই দিনের বেলায় তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। আর জি কর-এ চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের পাশে থেকেছে সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ থেকে সব মহল। ২ মাস পেরোলেও এখনও নিরাপত্তার গাফিলতির কথা বারংবার বলে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরই মধ্যে এসএসকেএম-এ দুষ্কৃতী তাণ্ডবে রোগীর পরিজনের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের সুর চড়িয়েছেন তারা। 



জুনিয়র চিকিৎসকের কথায়, 'কলকাতার বুকে পিজি-র মতো সরকারি হাসপাতালে দিনের বেলায় দুষ্কৃতীরা মোটরবাইক নিয়ে ঢুকে লাঠি, হকি স্ট্রিক দিয়ে রোগীর পরিজনদের মারধর করে, তাহলে ভাবুন কোথায় নিরাপত্তা! যেভাবে মেরেছে গভীর ক্ষত রয়েছে। আর কতটা ইনজুরি হয়েছে তা দেখা হচ্ছে। যিনি এভাবে মার খেয়েছেন তিনি রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে আছেন। এদিকে রাজ্যের মুখ্যসচিব বলেছেন সিসিটিভি বসানোর কাজ ৯০ শতাংশ প্রায় শেষ। এই তার অবস্থা? কোথায় পুলিশ?' 


আন্দোলনকারীদের মঞ্চে থাকা ওই জুনিয়র ডাক্তার বলেন, 'আমরা প্রথম থেকে স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দাবি করে এসেছি। আমরা শুধু আমাদের নিরাপত্তার দাবি করেনি। রোগী এবং রোগীর পরিবারের নিরাপত্তার বিষয়টিকে রেখেই গোটা স্বাস্থ্যক্ষেত্রের নিরাপত্তার দাবি তুলেছি। আর আজ সেটাই বাস্তবে হয়ে গেল। কী ভয়াবহ ঘটনা। ৯০% সিসিটিভি বসিয়ে তাহলে কী লাভ হল? কারা এই সাহস দিচ্ছে? কীভাবে সাহস পাচ্ছে? নৈরাজ্যের পরিস্থিতি!' 


আরও পড়ুন, SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব! হকি স্টিক, উইকেট নিয়ে হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন


খাস কলকাতার এই গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিটি হাসপাতালে এই হামলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, 'সব সমস্যার মূলে হচ্ছে দুর্নীতি। অসাধু উপায়ে রোজগারের রাস্তা যদি হাসপাতাল হয়, তাহলে হাসপাতাল তো অপরাধীদের মুক্তাঞ্চল হবেই। ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিজন কেউ নিরাপদ নয়। স্পেশাল হাসপাতাল ফোর্স বসানোর দাবি করা হচ্ছে।'  


উল্লেখ্য, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মধ্যেই শনিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়েছিল এক যুবক। নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে শৌচালয়ে ঢুকে পড়ে ওই যুবক। খবর পেয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। হোস্টেলে হানা দিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় লেডিজ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  হোস্টেলে গেলে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘিরেও বিক্ষোভ দেখান আবাসিকরা 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে