কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের ১০ দিনের মাথায় ১২টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যসচিব। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আজ স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় বৈঠক শুরু হয়। যদিও মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির বৈঠকেও কাটল না জট।
বৈঠক শেষে জানান হয়েছে, 'সরকারের তরফে কোনও লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সরকার ভাসা ভাসা প্রতিশ্রুতি দিলে হবে না। সরকার পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল, তাও কোনও প্রস্তুতি ছাড়াও বৈঠক। স্বাস্থ্য সচিবকে ছাড়া কেন বৈঠক করলেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে দুর্নীতি-চক্রের কথা জানানো হয়েছে। সরকারের তরফে সমস্যা সমাধানের কোনও লিখিত প্রতিশ্রুতি মেলেনি', স্বাস্থ্য ভবনে বৈঠকের পর প্রশ্ন চিকিৎসক সংগঠনগুলির।
চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের।
এদিকে, অনশনের ১০ দিন, এবার রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযান। জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযানে সামিল নাগরিক সমাজও। রাজভবনে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশন দিতে চান আন্দোলনকারীরা।
আরও পড়ুন, 'এরকম দানবীয় মিথ্যা মামলায় ফাঁসাবে ভাবতে পারিনি', ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন স্লোগানে গ্রেফতার ৩ পড়ুয়া
তবে লাগাতার অনশনের জেরে ফের অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী। অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয় জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। সোমবার সকালে উদ্বেগজনক শারীরিক পরিস্থিতি দেখা যায় আরেক অনশনকারী জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজারও। রুটিন পরীক্ষায় দেখা যায়, তাঁর ইউরিনে যে পরিমাণ কিটোন বডি রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।
অন্যদিকে, দশ দফা দাবি নিয়ে ধর্মতলা এবং শিলিগুড়ি মিলিয়ে আমরণ অনশন চালাচ্ছেন ৭ জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হযেছে ৪ জনকে। আমরণ অনশনকে সংহতি জানাতে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ থেকে সিনয়র ডাক্তাররা প্রতীকী অনশন করছেন। প্রতিদিনের মতো আজও ধর্মতলার অনশনের মঞ্চের পাশে ১২ ঘণ্টার জন্য় প্রতীকী বসছেন সাধারণ মানুষ। সেই মর্মেই শুরু হল নাম নথিভুক্তকরণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে