কলকাতা: শনিবারই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন হিসেবে আত্মপ্রকাশ করেছে জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন। যাদের একাধিক সদস্যকে থ্রেট কালচারে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কলেজ কাউন্সিল।
এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদেরই নতুন সংগঠন? মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তরাই হঠাৎ করে অভিযোগকারী! হঠাৎ করে কেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন? নেপথ্যে কী তৃণমূল? বিচারের দাবিতে বেনজির আন্দোলন ভেস্তে দিতেই কী এই নতুন সংগঠন?
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। সংগঠনের একাধিক সদস্যের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ। সন্দীপ, বিরূপাক্ষের সঙ্গে নতুন সংগঠনের আহ্বায়কের ছবি পোস্ট জুনিয়র ডাক্তারদের। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে যাদের শাস্তি কলেজ কাউন্সিলের, তাদেরই একাংশ সংগঠনে।
কারও ছবি সন্দীপ ঘোষ ও অভীক দে-র সঙ্গে। তো কারও আবার ধৃত আশিস পাণ্ডের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করার পরই, তাদের সদস্যদের বিভিন্ন ছবি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে মুখ্য ভূমিকায় ছিলেন, সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন সৌরভ দাস, অরিত্র মণ্ডল, রামিজ আহমেদ, আতাউর রহমান-রা। ভাইরাল হওয়া এই ছবিতে, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, ধৃত সন্দীপ ঘোষ ও থ্রেট কালচারে অভিযুক্ত অভীক দে-র সঙ্গে দেখা দেখা যাচ্ছে ওই পাঁচজনকে।
যা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি বলেন, 'হঠাৎ করে এতদিন পর একটা অ্যাসোসিয়েশন গড়ে উঠল। উঠতেই পারে, আমাদের কোনও সমস্যা নেই। এরা অনেক রকম ভাবে অনেককিছু করেছে। সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেটা তদন্ত কমিটি করেছে। তার যা যা সমস্ত কিছু, যেখানে যেখানে পাঠানো দরকার, সেখানে পাঠিয়েছি।'
একই সুর দেবাশিস হালদারের গলাতেও। তাঁর কথায়, 'এরা আর জি করে শেষ ৩-৪ বছরে কী করেছে, এটা আর জি করের সবাই জানে। প্রত্যেকটা জুনিয়র ডাক্তার বলতে পারবে। বিভিন্ন কলেজের সিন্ডিকেটের মাথা। দেখলাম ছবিগুলো। আমাদের কাছেও প্রমাণ রয়েছে।'
সব মিলিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন এবং তাঁদের সঙ্গে একদা সন্দীপ ঘোষের ভাইরাল ছবি, নতুন বিতর্ক উস্কে দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে