কলকাতা: ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। মুক্তির অপেক্ষায় মানসী সিংহ পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। 'এটা আমাদের গল্প' ছবিটি বক্সঅফিসে সাড়া ফেলবার পরে, এটা মানসীর দ্বিতীয় কাজ। এই ছবিও বলবে সম্পর্কের গল্প। আর সদ্য প্রকাশ্যে এসেছে এই ছবির চরিত্রদের লুক। ২০ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি। কে কে রয়েছেন এই ছবিতে? দেখে নেওয়া যাক... 


এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherji), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), চন্দন সেন (Chandan Sen), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), অন্বেষা হাজরা (Awnesha Hazra), পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee), সায়ন সূর্য (Sayan Surjya) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। প্রসঙ্গত, এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাওয়ার কথা থাকলেও, তিনি থাকছেন না এই ছবিতে। এই সিনেমার গল্প একটি পুরনো বাড়িকে ঘিরে, যে বাড়ি ফিরে পেতে চায় সেই বাড়িরই নতুন প্রজন্ম। একজন চিকিৎসক এবং একজন আইনজীবীর পরামর্শে এই বাড়ি ফিরত পেতে চায় তাঁরা। একটা অদ্ভুত মানবিক দিক রয়েছে এই গল্পের যা মানুষের মন ছুঁয়ে যাবে বলেই পরিচালকের আশা। 


এই ছবি নিয়ে মানসী সিংহ বলছেন, 'আমি বিশ্বাস করি একটা গল্পে নায়ক নায়িকার প্রয়োজন নেই।  মানুষ আজও সিনেমাহলে সিনেমা দেখতে আসে সিনেমাকে ভালবেসে, আর একটা ভাল গল্প দেখবে বলে। এর প্রমাণ আমি পেয়েছি 'এটা আমাদের গল্প' ছবিটা দিয়েই। আমি এবং আমার টিম আশা করছি, '৫ নম্বর স্বপ্নময় লেন' ছবিটাকেও মানুষ একইভাবে ভালবাসবেন, একইভাবে প্রেক্ষাগৃহে দেখতে আসবেন।' এই ছবিটা নিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলছেন, 'এটা আমাদের গল্পের পরে এটা আমার মানসী সিংহ ও ধাগা প্রযোজনা সংস্থার সঙ্গে দ্বিতীয় কাজ। বর্তমানের এই কর্মব্যস্ত জীবনে কাজ করতে করতে আমরা অনেক সময় সম্পর্কের উষ্ণতা হারিয়ে ফেলি। আমাদের বাড়ি, ভাল করে বাঁচার ইচ্ছা সবই যেন কেমন হারিয়ে যেতে বসেছে। কিন্তু জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের অনেক কিছুই পাওয়া হয়ে ওঠে না। তবে এই সিনেমার গল্পটা ভারী সুন্দরভাবে আমাদের সম্পর্কের গল্প বলে, নিজেদের ভাললাগা, ভালবাসা, শিকড়ের টানে ফিরে আসার গল্প বলে। আমি মানসীদির গল্প নিয়ে ভীষণ আশাবাদী। আশা করি দর্শকদের এই সিনেমাটা ভাল লাগবে। 


আরও পড়ুন: Asin on Salman Khan: একসঙ্গে সিনেমা করেছেন, সলমন খানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল আসিনের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।