প্রকাশ সিনহা , কলকাতা : আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বড়সড় জয় পেয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে সরকার। এবার সুপ্রিম শুনানির দিনই আর জি কর-দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় ৬ জায়গায় অভিযান চালাল ইডি। বলতে গেলে সাঁড়াশি অভিযান। সকাল হতে না হতেই সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি শুরু করল ইডি। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। 


ইডি-র আরেকটি টিম আবার বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়।  এই অঞ্চলের  রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের ফ্ল্যাটে। সেখানে শুরু হয়েছে তল্লাশি।  


এর আগে আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালায় ED। সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি কী উঠে আসবে তদন্তে? শাস্তি পাবে অপরাধীরা? সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। 


সোমবারই কালীঘাটে জুনিয়র ডাক্তারদর সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবারের ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীরা জানান, মৌখিক আশ্বাস মিলেছে, নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী জানান,  মঙ্গলবার বিকেল চারটের পরে কলকাতা পুলিশে বদল হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। জুনিয়র চিকিৎসকদের চারটি দাবি মেনে নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।                     


আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে