কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল । মহালয়ার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মেলালেন অসংখ্য সাধারণ মানুষ। মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ। 'উই ওয়ান্টি জাস্টিস', 'সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনিতে মুখরিত হল রাজপথ ! জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মিছিলে কার্যত জনজোয়ার। শামিল হলেন বিভিন্ন পেশার মানুষ। 


পায়ে আঘাত নিয়েই মিছিলে শামিল হয়েছেন এক জুনিয়র ডাক্তার। তিনি বললেন, "অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। আমার মনে হয়, নিজেদের যা-ই সমস্যা থাকুক, তার থেকেও আজ বেশি দরকার ন্যায়বিচার। আজ মহালয়ার দিন। মা স্বয়ং নেমে এসেছেন মর্ত্যলোকে। আমাদের সঙ্গে এই অসুর নিধরনের কাজে। আজ লড়ছি, লড়ব...বিচার আমরা ছিনিয়ে আনব। সবরকমভাবে আমাদের কটূক্তি করা হচ্ছে। নানা অভিযোগ চাপানো হচ্ছে। আসলে পরিস্থিতিটা কী আপনারা দেখুন। সাগর দত্ত হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ...বারাসাত মেডিক্যাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ ...সব জায়গায় হামলা হচ্ছে আমাদের ওপর। সিকিউরিটি গার্ডের নামে দুটো সিভিক ভলান্টিয়ার। এই অবস্থায় আমরা ডিউটি করি তো কীভাবে করি ! আমরা যে কর্মবিরতিতে গেছি, এই সিদ্ধান্তটা কোনও সাধারণ মানুষের ক্ষতি করতে নিইনি। এইটুকু ভরসা সাধারণ মানুষকে রাখতে বলেছি।"


ভোর দখল থেকে তর্পণ, মহালয়ার দিনও আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পথে নামল সাধারণ মানুষ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই অভয়ালয়া, রাস্তার ধারে তৈরি হল মানববন্ধন। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।


দিনের পর দিন রাস্তায় হয়েছে আন্দোলন, প্রতিবাদ। মহালয়ার বিশেষ দিনেও বাদ গেল না সেই প্রতিবাদ কর্মসূচী। মহালয়ার আগের রাতে আর মহালয়ার ভোরে চলল রাত থেকে ভোর দখল। জেলা থেকে শহরতলি.. পথে পথে হল প্রতিবাদ। রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।