ভাস্কর, বালি: বালি থেকে ডানকুনি যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল একজন মহিলা সহ তিন জন বাইক আরোহীর (Dankuni Accident)। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিসিআর ব্রিজের ওপর। 


আরও পড়ুন: Mahalaya 2024: মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তর্পণও সেরে নিলেন রাজ্য পুলিশের ডিজি


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি বাইকে চড়ে এক মহিলা সহ তিনজন বালি থেকে ডানকুনি যাচ্ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই সময় কোনও ভারী গাড়ি এসে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে রাস্তার ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে নিশ্চিন্দা থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে ওই তিনজন বাইক আরোহীকে উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন: Kolkata News: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি


পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজন হলেন, সুজয় মজুমদার, রিংকি মজুমদার ও সৌরভ চন্দ্র দাস। তাঁদের তিনজনই হাওড়া জেলার লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা। ওই তিনজন বাইক আরোহীকে যে গাড়িটি ধাক্কা মেরেছে সেই ঘাতক গাড়িটির সন্ধান এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।


প্রসঙ্গত উল্লেখ্য, যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে সেখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষজন। রাতের বেলা বড় বড় গাড়িগুলি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালায় বলেও অভিযোগ। এর ফলে বাইক বা ছোট গাড়ির চালকদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সঙ্গে অনেক গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালায় বলেও অভিযোগ উঠছে। অনেক সময় পুলিশ নাকা চেকিং চালালেও প্রতিদিন তা হয় না। যার জেরে ছোট গাড়ি বা বাইক আরোহীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।। মঙ্গলবার রাতে সেই ধরনের কোনও গাড়ির জন্যই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা