আবির দত্ত ও সন্দীপ সরকার, কলকাতা : প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তিনি দাবি করলেন, 'শুনেছিলাম যে, কে বি বয়েজ হস্টেলে কোনও একটা মানে, গেট টুগেদারের ব্যবস্থা ছিল। কিন্তু আমি সেখানে যাইনি। আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব।'


আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবার এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারিফ সাফ জানিয়েছেন, তাঁর দেখে মনে হয়নি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব। তাঁর আরও দাবি, CCTV নজরদারি এড়িয়েও ওই ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব।


'একটা ক্রাইম ৫টার সময় যদি হয়ে থাকে, তাহলে ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কর্তৃপক্ষকে জানাতে কেন সময় লেগে গেল সবার? এটাই তো আমাদের একটা বড় প্রশ্ন।' প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। যিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহ সভাপতি। 


তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন যে, সঞ্জয় রায় একা রয়েছে, বা সঞ্জয় রায়ই রয়েছে বা অন্য কিছু মনে করেন - এই তিনটে সম্ভাবনা? এর উত্তরে সারিফ হাসান বলেন, 'সঞ্জয় রায় করেছে কি করেনি, ওটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সঞ্জয় রায় করেইছে। আর ওর সঙ্গে কেউ ক্রাইমে ওকে সাহায্য করেছে বা ইনভলভ করেছে কি না, ওই বিষয়টা তো তদন্তের ব্যাপার। পুলিশ তদন্ত করছে। সিবিআই তদন্ত করছে। আমাদের, একটা সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনও দিনও এটা দেখে মনে হয়নি ওটা একজনের কারও করার পক্ষে সম্ভব, এই কাজটা।


সেমিনার হলে পৌঁছনোর রাস্তা কি একটাই ? নাকি এমন রাস্তাও আছে, যা CCTV-র নজরদারির বাইরে ? সারিফ বলেন, 'CCTV ক্যামেরা গোটা চেস্ট ডিপার্টমেন্টের এন্ট্রান্সের ওই করিডরটায় আছে। কিন্তু পিছনের যে গেটগুলো আছে, সেই গেটগুলোতে কোনও CCTV ক্যামেরা নেই। এটাও CBI-এর একটা তদন্তের মধ্যে আছে। পিছনের যে গেটটা আছে..... সেই গেটে আপনার কোনও CCTV ক্যামেরা বা এই সমস্ত ব্যবস্থা নেই। সেইখান থেকে যদি কেউ করে বেরিয়ে যায়, ওটা কে কীভাবে বুঝতে পারবে? ওইগুলোই তদন্ত করছে CBI।'


ঘটনার দিন অন্য কোনও জায়গাতে কোনও অনুষ্ঠান বা কোনও গেট টুগেদার- এরকম কিছু চলছিল? এর উত্তরে সারিফের বক্তব্য, 'শুনেছিলাম যে, কে বি বয়েজ হস্টেলে কোনও একটা মানে, গেট টুগেদারের ব্যবস্থা ছিল। কিন্তু আমি সেখানে যাইনি। আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব।'


চারতলায় ঘটনাস্থলের আশেপাশে কোথায় CCTV আছে? CCTV-র নজর এড়িয়ে কোন রাস্তা ধরে অকুস্থলে পৌঁছনো যায়? সোমবার সেখানে পৌঁছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন CBI অফিসাররা।