কলকাতা : গতকালই ঘোষণা করে দিয়েছিলেন। ঘড়ি এনে টাইমও বেঁধে দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা করেছিলেন। সেই ডেডলাইন শেষ। আমরণ অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন তাঁৎা। কাজে ফিরলেও, খাবার খাবেন না বলে হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তাররা। প্রথম দফায় আমরণ অনশনে বসছেন ৬ জন জুনিয়র ডাক্তাররা।


এদিন আন্দোলনকারীদের তরফে এক জুনিয়র চিকিৎসক এই মর্মে ঘোষণা করেন। তিনি বলেন, "আমাদের আশা, আমরা যখন এরপর নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রোগী-রোগী পরিজন-সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন। হাসপাতালে যখন কোনও রোগী বেড পান না, আইসিইউ বেড পান না, যখন চিকিৎসাগুলো পান না...সেগুলোর জন্য আসল দায়ী কারা ? এই প্রশ্নগুলি মানুষ অনশনের মধ্যে দিয়ে বুঝবেন। তাঁরা জানবেন এবং এই প্রশ্নগুলি প্রত্যেকেই তাঁদের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ছড়িয়ে দেবন। যতদিন না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব, কাজে আমরা ফিরছি...কিন্তু খাবার আমরা খাব না। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা যে সবসময় রাজ্য সরকারের কাছে স্বচ্ছতার দাবি করেছি, আমরা এই অনশনের প্রশ্নও নিজেরাও সম্পূর্ণ স্বচ্ছতা মেনে চলব। তারজন্য আমরা নিজেরা এই অনশনমঞ্চে সিসিটিভি বসাব। সেই সিসিটিভি মানুষের কাছে ওপেন করে দেব। তাঁরা দেখবেন, আমরা বসে আছি, আমরা গান করছি...আমরা কথা বলছি। সাধারণ মানুষ আমাদের পথে এসে দাঁড়াচ্ছেন। এটি আমরা জনসমক্ষে তুলে ধরব। আমরা আপাতত প্রথম সারিতে ছয়জন বসছি। যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন আমরা এইআমরণ অনশন চালিয়ে যাব।"


একাংশ সিনিয়র চিকিৎসক আবেদন জানিয়েছিলেন। পুনরায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলেছিলেন। এমনকী এও পরমর্শ দিয়েছিলেন যে, আন্দোলনের কৌশল বদলাতে। তারপর থেকেই একটা জল্পনা ছিল। হয়ত কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা। সেইমতো গতকাল আন্দোেলন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একথা ঘোষণা করেন চিকিৎসক দেবাশিস হালদার। তবে কর্মবিরতি প্রত্যাহার করার পর তাঁদের দাবি মানার জন্য রাজ্য সরকারের উদ্দেশে ডেডলাইনও বেঁধে দেন জুনিয়র ডাক্তাররা। বলেন, 'আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখব।' এও জানিয়ে দেন, তাঁদের দাবি না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও তাঁদের দাবি না মেটায় ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আমরণ অনশনের কথা ঘোষণা করে দেওয়া হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।