Job News: কয়েকদিন আগেই কানারা ব্যাঙ্কে ৩০০০ পদে শিক্ষানবিশ নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই আবেদনের রেজিস্ট্রেশন (Canara Bank Jobs) গতকালই বন্ধ হয়ে গিয়েছে। এবার এই একই ব্যাঙ্কে আবার নিয়োগ শুরু (Bank Jobs) হবে। এবার অল্পসংখ্যক পদে স্পেশালিস্ট অফিসার নেওয়া হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কীভাবে আবেদন করবেন আর কী কী যোগ্যতা লাগবে দেখে নিন এক নজরে।
কানারা ব্যাঙ্ক চাইছে স্পেশালিস্ট অফিসার ক্যাডারের অধীনে মিডল ম্যানেজমেন্ট গ্রেড এমএমজিএস ২ এবং স্কেল ৩ অনুসারে কোম্পানি সেক্রেটারি (CS) পদের জন্য নিয়োগ করতে। তবে এই পদের জন্য মাত্র ৬টি শূন্যপদ রয়েছে কানারা ব্যাঙ্কে। অনলাইনে আবেদন করা যাবে এই পদের জন্য। মূলত এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই আবেদন করতে হবে। আগামী ২০ অক্টোবরের মধ্যে কানারা ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসারের পদের জন্য আবেদন করে ফেলতে হবে।
কী কী শূন্যপদ আছে ? কানারা ব্যাঙ্কে প্রাথমিকভাবে তিনটি পদ আছে কোম্পানি সেক্রেটারি হিসেবে (এমএমজিএস ২) এবং বাকি তিনটি পদ আছে কোম্পানি সেক্রেটারি (এমএমজিএস ৩) হিসেবে। অর্থাৎ সব মিলিয়ে স্কেল ২ ও স্কেল ৩ ধরে মোট ৬টি শূন্যপদ আছে এই ব্যাঙ্কে।
যোগ্যতার কথা বলা আছে কানারা ব্যাঙ্কের নিয়োগের বিজ্ঞপ্তিতে। স্কেল ২ ও স্কেল ৩ উভয়ের জন্যই কোম্পানি সেক্রেটারি হিসেবে কানারা ব্যাঙ্কে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। এই জন্য প্রার্থীর এলএলবি, সিএ বা আইসিডব্লিউএ ডিগ্রি থাকা আবশ্যক।
এমএমজিএস ২ স্কেলের জন্য প্রার্থীকে আইসিএসআই-এর তালিকাভুক্ত কোনও সংস্থার সেক্রেটারি হিসেবে ২ বছর ন্যূনতম কাজ করতে হবে এবং এমএস অফিসের দক্ষ হতে হবে। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩১ বছরের মধ্যে। আর অন্যদিকে এমএমজিএস ৩ স্কেলের জন্য প্রার্থীদের কোম্পানি সেক্রেটারি হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক্ষেত্রেও প্রার্থীকে এমএস অফিসে দক্ষ হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৮ বছর, সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৩৫ বছর। বয়সসীমার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থী এবং প্রাক্তন কর্মীদের জন্য ছাড় রয়েছে ৫ বছরের।
এমএমজিএস ২ পদের জন্য প্রার্থীকে কানারা ব্যাঙ্ক মাসিক ৬৪,৮২০ টাকা থেকে বেতন দেবে আর এমএমজিএস ৩ পদের জন্য প্রার্থীকে বেতন দেওয়া হবে ৮৫,৯২০ টাকা থেকে। অনলাইন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে এই প্রার্থীদের বেছে নেওয়া হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI