সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার মহালয়ায় মহামিছিল । ২ অক্টোবর মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।মহালয়ার দিন মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করা হবে। দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলের শেষ ধর্মতলায়। এদিকে সুপ্রিম কোর্টে আগামী সোমবার শুনানি, তার আগের দিন পাড়ায় পাড়ায় মিছিলের ডাক। বিচার চেয়ে রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


আজ গণ কনভেনশনের মঞ্চ থেকে তাঁরা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন...


১) ২৯ তারিখ পাড়ায় পাড়ায় সন্ধেবেলায় সাধারণ মানুষকে মিছিলের আহ্বান জানানো হয়েছে। 


২) ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মহাসমাবেশ-মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এই মহামিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে। এরপর ধর্মতলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। 


৩) এর পাশাপাশি মহালয়ার দিনেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি তাঁরা স্থাপন করতে চাইছেন। 


৪) এর পাশাপাশি পুজোর সময় তাঁদের এই আন্দোলন তাঁরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান, এই সম্পর্কে একগুচ্ছ পরিকল্পনা আজকের গণ-সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা করতে চলেছেন।


এদিকে আগের দিনই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিলেন তাঁরা। বেশিরভাগ দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ। গত ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।


ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। ১৯ সেপ্টেম্বরের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে উল্লেখ, থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন করা, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং থ্রেট কালচারের মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি, ৭ দিনের মধ্যে র‍্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে। স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।