সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার পাওয়ার আগেই আরও এক মহিলা চিকিৎসককে হুমকি! 'আর জি কর করে দেব' বলে মহিলা চিকিৎসককে হুমকি রোগীর আত্মীয়র!


অ্যাপোলো হাসপাতালে আইসিইউ-এর সামনে হুমকির অভিযোগ অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত নতুন রোগী ভর্তি করা হবে না বলে হুঁশিয়ারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। 


জানা গিয়েছে, রোগীর পরিবারের থেকে এই হুমকি পাওয়ার পরই ওই মহিলা চিকিৎসক প্রথমে তাঁর সহকর্মীদের জানান, এরপর হাসপাতাল কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানান তিনি। 


এই ঘটনাটি প্রসঙ্গে অ্যাপোলো হাসপাতালের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সি এক মহিলা রোগী ভর্তি হয় হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা এবং কিছু পরিবর্তিত মানসিক অবস্থা ছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেপসিসের সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের সমস্যাও দেখা দেয়। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় আছেন ওই রোগী।  


আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের


মহিলা চিকিৎসককে ওই রোগীর ছেলে ও তাঁর বন্ধুরা হুমকি দেন। তবে শুধু চিকিৎসক নন, হাসপাতালের কর্মীদেরও হুমকি দেন তাঁরা, এমনটাই অ্যাপোলোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়। স্থানীয় থানায় গোটা বিষয়টি জানান হয়। ফুলবাগান থানায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর আটক অভিযুক্ত। অভিযোগকারী মহিলা চিকিৎসকের বয়ানও নথিবদ্ধ করেছে পুলিশ । 


উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে হুমকি দিতে শোনা যায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। এবার জনরোষে আক্রান্ত হতে পারেন ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে এভাবেই সরাসরি হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে এই জনরোষের হুমকি শোনা গিয়েছিল বাঁকুড়ার তৃণমূল সাংসদের গলাতেও। শাসক দলের আরেক নেতা আবার জুনিয়র ডাক্তারদের বলেছেন, দেশদ্রোহী। 


এদিকে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল সরকার। সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে চাওয়া হল তালিকা। 'কারা কারা কাজ করছেন না?' সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে তালিকা চাইল স্বাস্থ্য ভবন। দুপুর ২টোর মধ্যে তালিকা চাইল স্বাস্থ্য ভবন।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে