সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতার মূর্তি বসবে। শুক্রবার এসএসকেএমের সভাঘরে গণকনভেনশনে জানালেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি তক্কো অনুষ্ঠানে আর জি কর মেডিক্যালে নির্যাতিতার মূর্তি স্থাপনের দাবি তোলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। 


কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। আর জি কর মেডিক্যালসের নৃশংস এই ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে, এমনকী বিদেশেও আছড়ে পড়েছে।  যে আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় চলে গেছে প্রাণ। এবার সেখানেই বসতে চলেছে তরুণী চিকিৎসকের মূর্তি। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্ত তক্কো অনুষ্ঠানে উঠে আসে মূর্তি স্থাপনের প্রসঙ্গ। যুক্তিতক্কো অনুষ্ঠানে অংশ নিয়ে আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। 


এবিপি আনন্দর যুক্ত তক্কো অনুষ্ঠানের রেশ ধরেই শুক্রবার এসএসকেএমের সভাঘরে ভিড় উপচে পড়া গণকনভেনশন থেকে নিহত চিকিৎসকের মূর্তি স্থাপনের কথা জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।


আরও পড়ুন, ছাদ থেকে পড়েও ভাঙেনি হাড়, নেই 'সঠিক' কারণও, বর্ধমান মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যু নিয়ে আজও রহস্য!


তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে এখনও অবধি অভুতপূর্ব আন্দোলনের সাক্ষী থেকেছে বাংলা। যার রেশ পড়তে চলেছে পুজোতেও। সুবিচারের দাবিতে মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


পাশাপাশি এবার মহালয়ার দিন 'মহামিছিলের' ডাক দিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পর হবে মহাসমাবেশ। শুক্রবার গণকনভেনশনে ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে টানা ৪২ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিলেও, আন্দোলনের ঝাঁঝ যে এতটুকু কমেনি, তা স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর আবহেই প্রতিবাদকে এবার অন্য মাত্রা দিতে চলেছেন তাঁরা।


বুধবার অর্থাৎ মহালয়ার দিন 'মহামিছিলের' ডাক দিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রথমে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে। তারপর ধর্মতলায় হবে মহাসমাবেশ। একটা মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। গোটা দেশকে। আর পাঁচটা বছর এই সময় আকাশে-বাতাসে থাকে শুধুই আগমনীর বার্তা। আর এবার প্রতিবাদে মুখর পরিবেশ।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে