WB News Live Updates : প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার
RG Kar Protest: চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল।
প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার
চারদিন পার, এখনও জলবন্দি ঘাটাল। জলের তলায় বাড়িঘর থেকে স্কুল, দোকানপাট থেকে বিঘের পর বিঘে চাষের জমি। কার্যত থমকে জনজীবন। কবে উন্নতি হবে পরিস্থিতির? জবাব খুঁজছে অসহায় ঘাটালবাসী।
পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
শুধু ব্যবসায়ী অপহরণে নয়, বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও। ২০১৯ সালে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বছর দুই আগে, একই অভিযোগে পোস্টারও পড়ে তৃণমূল কাউন্সিলরের নামে। ধৃত তৃণমূল নেতার কাউন্সিলর পদ খারিজের দাবিতে এদিন পথে নামে বামেরা। এ নিয়ে আলোচনা করা হবে কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে, জানিয়েছেন চেয়ারম্যান।
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁরা জানিয়েছেন, কাজের পাশাপাশি আন্দোলন চলবে।
৯ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস
তিনি ভারতের প্রাক্তন সেনা। নাম উর্গেন তামাং। কালিম্পংয়ের বাসিন্দা। অবসরের পর রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজে নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন। কথা তেমনটাই হয়েছিল। আর সেই পরিকল্পনা থেকেই দিল্লির এক এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয়৷ মোটা বেতনের চাকরির অফার পেয়ে রাশিয়া পাড়ি দেন উর্গেন। রাশিয়া পৌঁছতেই তাঁকে, ভাড়াটে সৈন্য হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি ! সে দেশেই আটকে পড়েন তিনি। তারপর অনেক জল বয়ে গিয়েছে। বহু প্রতিক্ষার পর, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে পড়া কালিম্পঙের বাসিন্দা উর্গেন তামাং।
বিচারের দাবিতে রাত দখল, আয়োজকদেরই পুলিশের নোটিস! ৪ সেপ্টেম্বর বেহালার কর্মসূচিতে যৌথভাবে অপরাধমূলক কাজের অভিযোগে এফআইআর! ৭দিনে ঠাকুরপুকুর থানায় তলব।
বন্যায় প্লাবিত কেশপুরে হাজির আর জি কর মেডিক্যাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। টাবাগেড়্যা এলাকায় খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। সেখানে রোগী দেখছেন দুটি মেডিক্যাল কলেজের প্রায় ৩০ জন জুনিয়র ডাক্তার। ওষুধের পাশাপাশি বিলি করা হচ্ছে ত্রাণও।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে ২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ। 'বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হল ২ ছাত্রীকে', সারদামণি মহিলা কলেজের অধ্যাপক-তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ। ২ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে কলেজের সামনে বিক্ষোভ। প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী, পাল্টা অভিযোগ শ্যামল সাঁতরার।
ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদের স্বর মুছতে 'অতিসক্রিয়' প্রশাসন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা, ফুটপাথে 'বিচারের দাবিতে' পড়ল আলকাতরা! প্রতিবাদের ভাষা মুছতে সকাল সকাল দেওয়ালে, দরজায় চুনকাম! এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের
নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। আর জি কর-কাণ্ডের পর পুজো হচ্ছে আড়ম্বরহীনভাবে। এই দুটো পুজোই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ভবানীপুরের মল্লিকবাড়িও।
গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনা, এখনও খোঁজ নেই ৯জনের । সুন্দরবনের বাঘেরচর থেকে ৬০ কিমি দূরে দুর্ঘটনা। গভীর সমুদ্রে ঝড়ে উল্টে ট্রলার দুর্ঘটনা, এখনও পর্যন্ত ৮জন উদ্ধার। ৮জন উদ্ধার, এখনও খোঁজ নেই ৯জন মৎস্যজীবীর।
ক্যানভাসে তুলির টানে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। বিচার চেয়ে ফের রাজপথে চিত্র শিল্পীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
বিচারের দাবিতে .রাত দখল', আয়োজকদেরই পুলিশের নোটিস! যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে FIR!
স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ল আলকাতরার পোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে। কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে ২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ। 'বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হল ২ ছাত্রীকে', সারদামণি মহিলা কলেজের অধ্যাপক-তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ। ২ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ। প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী, পাল্টা অভিযোগ শ্যামল সাঁতরার
৪ সেপ্টেম্বর রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পুলিশের। ১৯ সেপ্টেম্বর ৫ আয়োজককে নোটিস দেয় ঠাকুরপুকুর থানা। জামিন অযোগ্য ধারা সহ ৩টি ধারায় মামলা। যৌথ ভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে মামলা। রাস্তা আটকে প্রতিবাদ ও জাতীয় সড়ক আইনের ভিত্তিতে মামলা। নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে থানায় তলব। 'পুলিশকে জানিয়েই বেহালার সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচির ডাক', ভয় দেখাতেই পদক্ষেপ পুলিশের, দাবি আন্দোলনকারীদের। '২ ঘণ্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল', সেই কারণেই পদক্ষেপ, পাল্টা দাবি পুলিশের।
ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে মাথায় পরে আহত তিন ছাত্র,একজনের মাথা ফাটল। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান,স্কুলে চতুর্থ শ্রেনীর ক্লাস চলছিল।একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পরে যায় ছাত্রদের মাথায়।রনজিৎ আকাশ ও ঋক সাঁতরা আহত হয়।রনজিৎ এর মাথা ফেটে যায়।তাদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করা হয় স্বাস্থ্য কেন্দ্রে।পরে গ্রামীন হাসপাতালে গিয়ে সেলাই দিতে হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে পড়ুয়ারা।
বিরূপাক্ষর পর সিজিও কমপ্লেক্সে সন্দীপ-ঘনিষ্ঠ অভীকও। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে কী করছিলেন বিরূপাক্ষ-অভীক? জানতে বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার রুমেই ছিলেন অভীক, অভিযোগ করে IMA। আর জি কর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালেই ছিলেন বিরূপাক্ষ। অন্য কলেজের চিকিৎসক হয়েও কেন আর জি কর মেডিক্যালে এসেছিলেন বিরূপাক্ষ-অভীক? জানতে চায় সিবিআই। আর জি কর-কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ। SSKM-এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন অভীক দে।
ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ-তদন্তে নতুন মোড়। সিআইডি নজরে ত্রিপুরারই আরেক ব্যবসায়ী। অপহরণ করলে মিলবে মোটা অঙ্কের মুক্তিপণ, কাউন্সিলরকে তথ্য দিয়েছিল অভিযুক্ত, খবর সিআইডি সূত্রে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার ১৮টির মধ্যে অধিকাংশ ওয়ার্ড এখনও জলমগ্ন। তবে সবথেকে বেশি জল ১, ৯ ও ১৫ নম্বর ওয়ার্ডে। সেখানে এখনও জলবন্দি বাসিন্দারা। পাঁশকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ ভুঁইয়া। বছর তিনেক আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে দোতলা পাকা বাড়ি করেছিলেন। তাঁর দাবি, মঙ্গলবার অন্য জায়গায় কংসাবতীর বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি বালির বস্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন গুরুত্ব না দেওয়ায় ফাটল ক্রমশ চওড়া হয়ে আস্ত রাস্তা কংসাবতীর গর্ভে চলে যায়। ফলে গণেশ ভুঁইয়ার দোতলা বাড়ি ভেঙে হেলে পড়েছে। চোখের সামনে বাড়ি-সমেত যাবতীয় সম্বল নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পাঁশকুড়ার এই বাসিন্দা।
'স্কুলে নিয়মিত দেরিতে আসেন শিক্ষকরা', এই অভিযোগে শিক্ষকদের স্কুলঘরে তালা বন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। মালদার হরিশচন্দ্রপুরের ঘটনা। প্রায় দু-ঘন্টা পরে পুলিশের উপস্থিতিতে মুচলেকা দিয়ে মুক্তি পান শিক্ষকরা। প্রতিদিন ঠিক সময়ে স্কুলে আসবেন জানিয়ে মুচলেকা দিয়ে তবে মুক্তি পান শিক্ষকরা।
হুগলির খানাকুলে এবার ত্রাণের জন্য ক্ষোভ। এখনও কোথাও কোথাও একতলা সমান জল। মারোকানা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলবাড়ির দোতলা পর্যন্ত জল উঠেছে। DVC-র ছাড়া জলে ভাসছে. খানাকুলের প্রায় ২৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা। নৌকা বা কলার ভেলায় চড়ে চলছে যাতায়াত। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায় খোলা আকাশের নীচে। বন্যা দুর্গতদের অভিযোগ, মাথার ওপর ত্রিপল জোটেনি, মিলছে না পর্যাপ্ত খাবার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। যদিও প্রশাসনের দাবি, প্রতিটি এলাকাতেই ত্রাণ বিলি করা হচ্ছে।
হুগলি গ্রামীণ পুলিশের তরফে ত্রাণ বণ্টন। খানাকুল থানার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গেছে হুগলি গ্রামীণ পুলিশ। আগামী কয়েকদিন এভাবেই ত্রাণ বিলি করা হবে পুলিশের তরফে জানানো হয়েছে। বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার।
দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, একজনের মৃত্যু। ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা লরির। লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু, ২জন গুরুতর আহত । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে
স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ল আলকাতরার পোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে।কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা।
প্লাবিত কেশপুরে আজ যাচ্ছেন আর জি কর মেডিক্যাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। সেখানে বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি, ত্রাণও বিলি করবেন তাঁরা।
সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব। সিজিও কমপ্লেক্সে এলেন বিরূপাক্ষ। আর জি কর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ। অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর জি কর হাসপাতালে? জানতে চায় সিবিআই।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, বিকেলে জিবি মিটিংয়ের পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত কয়েকদিন ধরেই তাঁরা বিভিন্ন বিভাগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সিনিয়র চিকিৎসকদের হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছেন বলে দাবি ডায়মন্ড হারবার মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের।
তিলোত্তমার বিচারের দাবিতে, রাজ্য় সরকারের পাশাপাশি এবার CBI-এর ওপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্যভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত গতকাল মিছিল করলেন তাঁরা।
টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মালদা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে সকালে থেকে কাজ শুরু করেছেন তাঁরা।
সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি। নিখোঁজ ৯ জন মৎস্যজীবী। অন্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে ৮ জনকে উদ্ধার করেন। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। গতকাল গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ট্রলারের খোঁজ মিলেছে। সেটিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু ৯ জন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার।
হুগলির তারকেশ্বরে বাস কর্মীর রহস্যমৃত্যু। তারকেশ্বর-বাঁকুড়া রুটের বাসের ভিতর উদ্ধার হল ঝুলন্ত দেহ। আজ সকালে তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাসে উঠে বছর ২৫-এর ওই বাস কর্মীর ঝুলন্ত দেখতে পান অন্য কর্মীরা। তারকেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ। শেষরাতে ফের বেনজির জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইলচেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও। এই আগুন নিভবে না। আলোর সন্ধানে রাত জাগল কলকাতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে মধ্যরাতের অঙ্গীকার।
কুলটির চিনাকুড়িতে জনবহুল এলাকায় শ্যুটআউট। তৃণমূলের জেলা চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি।
গুলিতে জখম হল এক দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, গতরাতে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে গুলি চালায়। জখম দুষ্কৃতীর শরীরে ৩টি গুলি লেগেছে বলে পুলিশের দাবি।
আশঙ্কাজনক অবস্থায় জখম দুষ্কৃতী ভর্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দুষ্কৃতীদের মধ্যে পুরনো শত্রুতার জেরেই হামলা বলে পুলিশের দাবি। এলাকায় ECL-এর আবাসন রয়েছে, গুলি চলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
ব্য়বসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর! আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়! সিআইডি সূত্রে দাবি, শুধু ২০২৪ নয়, ২০২২ ও ২৩ সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৯ কোটি ২৫ লক্ষ টাকা। আর প্রতি ঘটনারই মাস্টারমাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলেফেঁপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? কিনতু, আগে ২ বার অপহৃত হলেও, কেন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ? খতিয়ে দেখছে সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন, অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আর এক ব্যবসায়ী। তাঁর খোঁজ করা হচ্ছে।
নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। আর জি কর-কাণ্ডের পর পুজো হচ্ছে আড়ম্বরহীনভাবে। এই দুটো পুজোই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ভবানীপুরের মল্লিকবাড়িও।
গেমের পাসওয়ার্ড না দেওয়ায় খুন! নদিয়ার নাকাশিপাড়ায় খুন নবম শ্রেণির ছাত্র। টিউশন থেকে বেরোতেই গলায় ফাঁস দিয়ে খুন। গ্রেফতার ২ নাবালক পড়ুয়া
দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, একজনের মৃত্যু। ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা লরির। লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু, ২জন গুরুতর আহত । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে।
শেষরাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিমি পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে।
প্রেক্ষাপট
কলকাতা : চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে টানা ৪২ দিনের কর্মবিরতির পর আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে শুধুমাত্র জরুরি বিভাগে পরিষেবা দেবেন তাঁরা। আউটডোরে না বসলেও, জরুরি প্রয়োজনে অস্ত্রোপচারের ক্ষেত্রে আগের মতোই সিনিয়র চিকিৎসকদের সহযোগিতা করবেন জুনিয়র ডাক্তাররা। ৪২ দিনের কর্মবিরতি ও স্বাস্থ্য ভবনের সামনে ১১ দিনের মাথায়, গতকাল ধর্না তুলে নেন আন্দোলনকারীরা। তার আগে বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনের চাপে রাজ্য সরকার ইতিমধ্যেই নতিস্বীকার করেছে। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে DC নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলাতে বাধ্য় হয়েছেন মুখ্যমন্ত্রী।
ফের পথে নাগরিক সমাজ: গত প্রায় দেড় মাসে একটা শহর যেন হঠাৎ তেড়েফুঁড়ে জেগে উঠেছে। যে বঙ্গবাসীকে অনেকে শুধুই রাজনৈতিক তর্কপ্রিয় বলে থাকেন, তারাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলনের নতুন সংজ্ঞা লিখেছে। একটা মৃত্যু, আর সেই মৃত্যুতে গর্জে উঠেছে প্রতিবাদের ভাষা। দিকে দিকে উঠছে স্লোগান। একটা মেয়ে প্রাণ দিয়ে, যেন সবার সব ভয় মুছে দিল। নৃশংস এই ঘটনার বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। এদিন বিকেল ৪টে নাগাদ হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয় মিছিল। যে মিছিলে ছিলেন সমাজের সব স্তরের মানুষ। কলকাতার সবকটি মেডিক্যাল কলেজ ছুঁয়ে এই মিছিল পৌঁছয় আরজি কর মেডিক্যাল কলেজের কাছে। মশাল হাতে সামিল হয়েছিলেন আট থেকে আশি।
গত ৯ অগাস্ট ধর্ষণ খুনের ঘটনা ঘটে আরজি কর মেডিক্যাল কলেজ। তারপরই চেনা শহরের চেনা ছবি অনেকটাই গিয়েছে পাল্টে। আর এর শুরুটা করেছেন কয়েকজন ঝকঝকে জুনিয়র ডাক্তার। তিলোত্তমার বিচারের দাবিতে, রাজ্য় সরকারের পাশাপাশি এবার CBI-এর ওপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্যভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন তাঁরা। তবে স্পষ্ট করে দিলেন জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ, আন্দোলন নয়। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। এই বার্তা দিয়ে, শুক্রবারও রাজপথের জনসমুদ্রে, আবার উঠল প্রতিবাদের ঢেউ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এদিন গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী পর্যন্তও হয় নাগরিক মিছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -