অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফাল্গুনে ফের দুর্যোগ শঙ্কা রাজ্যজুড়ে! বসন্তের সময়ে ফের অসময়ের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে।কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই আবহাওয়া বদল। হরিয়ানা এবং নাগাল্যান্ডে ঘূর্ণাবর্ত রয়েছে পুবালী অক্ষরেখা রয়েল সীমা থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস করবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ২৪ শে ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
এর জেরে দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রবিবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গে শনিবা সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই চার জেলাতে কুয়াশার সম্ভাবনা। দার্জিলিঙ এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
কলকাতায় শনিবার হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বিকেলে মেঘলা আকাশের সম্ভাবনা। সন্ধ্যে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই থাকলেও রাতের তাপমাত্রা বাড়লো ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে