আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজই কি আর জি কর (RG Kar News)-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট (Polygraph Test)? সিজিও কমপ্লেক্স থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছে সিবিআই- এর একটি দল। প্রেসিডেন্সি জেলেই রয়েছে আর জি কর (RG Kar Incident)-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। জানা গিয়েছে, আজই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সিবিআই। প্রেসিডেন্সি জেলে গিয়েছেন দুই সিবিআই আধিকারিক এবং তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শিয়ালদা আদালতে এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য আবেদন জানানো হয়েছিল সিবিআই- এর তরফে। সঞ্জয় রায়েরও অনুমতি নেওয়া হয়। আজ রবিবার বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ সিবিআই- এর দল পৌঁছয় প্রেসিডেন্সি জেলে। সিবিআই সূত্রে খবর, আজকের মধ্যে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা। ঠিক কখন শুরু হবে প্রক্রিয়া, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। সিবিআই সূত্রে আরও খবর, আইনসঙ্গত নিয়ম মেনেই সঞ্জয় রায়কে প্রশ্ন করে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বাকি ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন এবং হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত তদন্ত, দু'ক্ষেত্রেই পলিগ্রাফ টেস্ট করার কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। গতকাল অর্থাৎ শনিবারও সিবিআইয়ের প্রতিনিধি দল এসেছিল এবং পলিগ্রাফ টেস্ট হওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় তাঁরা দেখে গিয়েছিলেন। এরপর রবিবার ফের আসে সিবিআইয়ের টিম। শনি এবং রবিবার, এই দু'দিন পলিগ্রাফ টেস্টের জন্য সময় রয়েছে। পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইয়ের টিমের সঙ্গে রয়েছেন ফরন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, মনরোগ বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন মহিলা আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে সেখানেই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে। আর জি কর কাণ্ডের তদন্তে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
গত ৯ অগস্ট ঠিক কী ঘটেছিল, শুধু সঞ্জয় রায়ই এই কাণ্ডে জড়িত নাকি তাকে সাহায্য করেছিল অন্য কেউ, আসল তথ্য জানার জন্য প্রশ্নমালা সাজিয়েছে সিবিআই। এর ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সঞ্জয়ের ঘনিষ্ঠ আর এক সিভিক ভলান্টিয়ার এবং চারজন চিকিৎসক, অর্থাৎ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- 'মমতার বাড়িতেও যাক CBI, ওঁর ফোনও বাজেয়াপ্ত করা হোক', দাবি তুললেন সুকান্ত