কলকাতা: আরজি কর-কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই চলে গিয়েছে সিবিআই-এর (CBI) হাতে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ বারবার তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল WBOA।
সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছে WBOA
সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল WBOA। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ, সাফ জানিয়ে দেওয়া হল। আর জি কর কাণ্ডে আপনার অবস্থান কী? চিঠি পাঠিয়ে ৩০ দিনের মধ্যে জানতে চাইল WBOA।
অন্যদিকে আরজি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি। আরজি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা জারি করা হল। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হল।
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব করল। ২ দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার ফের তলব করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব করা হয়েছে, খবর সিবিআই সূত্রে। শুক্রবার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, শনিবারও আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
আরজি কর কাণ্ডে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল। এদিন নাট্যব্যক্তিত্বদের মিছিল করে পৌঁছতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। অন্যদিকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে সিঁথি মোড় থেকে মিছিল হয়। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে মধ্যরাতে ফের প্রতিবাদ। হাওড়ার মন্দিরতলায় জমায়েত। প্রত্যেকের মুখে একটাই কথা, 'বিচার চাই'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।