কলকাতা: দীর্ঘ আন্দোলন, বিচারের দাবিতে পথে সাধারণ মানুষ থেকে তারকা সক্কলে (RG Kar News)। তারই মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে (Laalbazar Abhijan) বাধা। সেই আবহেই সোমবার সন্ধ্যায় খবর মিলল, গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh Arrested)। তাঁর সঙ্গে আরও ৩ জন সিবিআই-এর জালে। এই আবহে কী প্রতিক্রিয়া সঙ্গীতশিল্পী শিলাজিতের (Silajit)?


আন্দোলনকারীদের পাশে শিলাজিৎ, সন্দীপ ঘোষের গ্রেফতারিতে বললেন...


এদিনও প্রতিবাদে রাস্তায় ছিলেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শিলাজিৎ বললেন, 'গ্রেফতার হয়েছেন ঠিকই। কিন্তু আমরা আজ যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, আমার মনে হয় এবার আমাদের সতর্ক হওয়া উচিত। এই যে সন্দীপ ঘোষের মতো মানুষ এক্সিস্ট করেন, এটা তো একদিনের চেষ্টায় নয়, অনেকদিনের চেষ্টায় উনি টিকেও রয়েছেন। আমাদের এবার খুঁজে দেখা উচিত যে কারা কারা এমন গোকুলে বাড়ছে। যারা প্রশ্রয় পেয়ে কাল একটা সন্দীপ ঘোষ তৈরি হতে পারে। যাঁরা যাঁরা অনুসন্ধান করছেন, প্রশাসন, যাঁরাই এই তদন্তে জড়িত, তাঁদের এটাও দেখা উচিত কারা কারা দু'দিন পর সন্দীপ ঘোষের মতো দানব হয়ে উঠতে পারে। এটা দেখা জরুরি মনে হয় আমার।'


অন্যদিকে দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল - লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী। সিপি-র পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান, জানালেন চিকিৎসকরা। এসিপির দৌত্য ব্যর্থ, আন্দোলনকারীদের এড়িয়ে রাতে বেরোলেন সিপি। আজ বেলা ১২টার পর সন্দীপ ঘোষ-সহ গ্রেফতার হওয়া ৪ জনকে তোলা হবে সিবিআই-এর বিশেষ আদালতে। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি গ্রেফতার ও ২ ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ গ্রেফতার। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএ রাজ্য শাখার।


আরো পড়ুন: RG Kar News: গ্রেফতার RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 'এই খবরে একটুও অবাক নই', প্রতিক্রিয়া কৌশিক-চূর্ণীর


আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার 'প্রত্যাখ্যান'। দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই, সরকারকে বার্তা নাট্যকারের। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল নাট্যকারের। ২০১৭-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।