কলকাতা : সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানির আগের দিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানিয়ে দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও। গতকাল ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরানোর কথা বলা হয় DC নর্থ অভিষেক গুপ্তকেও। আন্দোলনকারীরা জানান, মৌখিক আশ্বাস মিলেছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। সেই মতো পুলিশে রদবদলের পাশাপাশি, সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।


একনজরে রদবদল-



  • স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হল স্বপন সোরেনকে।

  • স্বাস্থ্য ভবনের পাবলিক হেলথের ওএসডি করে পাঠানো হল দেবাশিস হালদারকে।

  • যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন । মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের ডিরেক্টর ও যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন স্বপন সোরেন।

  • অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (DME) কৌস্তভ নায়েককেও।

  • তাঁর বদলে আপাতত নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করা হল সুপর্ণা দত্তকে।

  • সদ্য অপসারিত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে পাঠানো হল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর করে।


আজ স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অবস্থানের অষ্টম দিন। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার অপসারণের পাশপাশি, স্বাস্থ্যক্ষেত্রে আরও একজনের অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। কিন্তু, তাঁকে সরানো হচ্ছে না বলে রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।


তিনি বলেছিলেন, 'ওদের যে ৫টি দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি তো CBI তদন্ত, ওটা তো ইতিমধ্যেই CBI করছে এবং সুপ্রিম কোর্ট নজরদারি করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। এর সঙ্গে ওদের ৪টে দাবি ছিল, ৪টে দাবির মধ্যে যেটা ছিল, যে ইমেল ওরা আমাদের করেছে। তিনটে নাম দিয়েছিল দফতর থেকে, একটা DME, একটা DHS, আর একটা স্বাস্থ্যসচিব। আমরা ওদের বোঝালাম যে, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায়, তাহলে প্রশাসনটা চলবে কী করে? সুতরাং আমরা ওঁদের কথা মতো DME এবং DHS-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে