সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে, এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।
থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ: বুধবার জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক করতে গেছিলেন মূলত যে ইস্য়ু নিয়ে, তা হল সুরক্ষা ও নিরাপত্তা। আর তাদের নিরাপত্তাহীনতার অন্য়তম কারণ - সরকারি মেডিক্য়াল কলেজে থ্রেট কালচার। আর জি কর-কাণ্ডের পর যা সামনে এসেছে। বৃহস্পতিবারও সেই থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন এই জুনিয়র চিকিৎসক। আর তাঁর অভিযোগের তির আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের দিকে। অভিযোগকারী জুনিয়র চিকিৎসক বলেন, "হস্টেল থেকে বের করে দিতে এমন চাপও দিত। আমাদের পণ হিসেবে ব্যবহার করেছে। অপরিসীম মানসিক চাপ দেওয়া হয়েছে। আশিস পাণ্ডে অন ডিউটি ডাক্তার মৈনাক রায়কে দলবদ্ধভাবে ও নির্মমভাবে মারধর করে। বারবার ফেল করানো হয়েছে।''
বুধবার জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাঠান, সেখানেও উল্লখ ছিল থ্রেট কালচারের। সেই অভিযোগই উঠেছে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। ৯ অগাস্ট অর্থাৎ তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন যাঁর গতিবিধি CBI-এর রাডারে রয়েছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, এই আশিস পাণ্ডে মেডিক্য়াল কলেজে কলেজে চলা থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে 'চিকিৎসক সম্প্রদায়ের শত্রু' বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আর জি কর মেডিক্য়াল কলেজে ১১ নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের। যে তালিকায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে থ্রেট সিন্ডিকেটের কিংপিন হিসেবে উল্লেখ করা হয়। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে। জুনিয়র চিকিৎসকদের দাবি, গত বছরের ১২ অক্টোবর রাতে থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় আর জি করের মানিকতলার একটি হস্টেলে হামলা চালায় আশিস পাণ্ডের দলবল। পরে এই ঘটনায় মানিকতলা থানায় পরে হামলার অভিযোগ দায়ের হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা