শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুজোর (Durga Puja 2024) আগে খুশির খবর রাজ্যের বাসিন্দাদের জন্য। উত্তর থেকে দক্ষিণে একজোড়া বাস পরিষেবা চালু হচ্ছে। এই সপ্তাহ থেকেই চালু হতে চলেছে কোচবিহার-কলকাতা নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসি ও নন এসি দুই পরিষেবাই মিলবে।
শুরু হচ্ছে বাস পরিষেবা: পুজোর সময় ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। এই পরিস্থিতিতে অনেকেই বাসে যাতাযাত করেন। কিন্তু কোচবিহার কলকাতার মধ্যে বাস পরিষেবা নেই বললেই চলে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ও একটি বেসরকারি বাস চালু রয়েছে। তাই অনেককে শিলিগুড়ি গিয়ে বাস ধরতে হয়। তবে যাত্রী পরিষেবা দিতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এবার এই রুটে দুটি নতুন বাস চালু হচ্ছে। যার মধ্যে একটি এসি ও আরেকটি নন এসি বাস। এসি বাসটি সপ্তাহে তিন দিন এবং নন এসি বাসটি প্রতিদিন চলবে। আজ এই কথা জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও পুজোর সময় বয়স্ক ব্যাক্তিদের বাসে করে ঠাকুর দেখানোর পরিকল্পনা নিয়েছে সংস্থা। কয়েক বছরে একাধিক নতুন বাস পেয়েছে এই সংস্থা। আয়ও বেড়েছে। তাই কাজে আরও উৎসাহিত করতে এবার ৩৮ জন কর্মীকে পুরস্কৃত করা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান।
এর আগে মহিলাদের জন্য বাস পরিষেবার কথা ঘোষণা করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যা রাজ্যে এই প্রথম। পুজোর আগেই এই বাস পরিষেবা শুরু হবে বলেও জানায় সংস্থায়। গত সপ্তাহে শিলিগুড়িতে পরিবহন নিগমের সঙ্গে বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছিলেন, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই বাস সার্ভিস চালু হতে চলেছে। এই বাস পরিষেবা মূলত অফিস টাইমেই চালু থাকবে। পাশাপাশি সংস্থার চেয়ারম্যান জানান, মহিলাদের নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার পুরোনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ghatal Flood: জল যন্ত্রণা ঘাটালে, জল পেরিয়ে হাসপাতালে শিশু ও অন্তঃসত্ত্বারা