কলকাতা: আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার উপর হামলার অভিযোগে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, মর্মাহত বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ।

Continues below advertisement

আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা, রিপোর্টে ক্ষুব্ধ অভয়ার বাবা

Continues below advertisement

তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, 'কে করেছে বোঝা যাচ্ছে না। বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে ওনাকে যাঁরা নিয়ে গেছিলেন তাঁদের আগলে রাখা উচিত ছিল। ..কে কাকে মেরেছে বলতে পারব না।আমি খুব দুঃখিত। যা ঘটেছে আমি মর্মাহত। আরেকটা কথা, আমার দিক থেকে বলতে পারি, এর কিন্তু সমাধান হতেই হবে। সিবিআই চোখ বন্ধ করে আছে, বুঝি না। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সিবিআই কী করছে? আর জি কর কাণ্ডের সমাধান করতেই হবে', সরব তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ।

বিজেপি পরিকল্পনা করে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অন্যদিকে নিহত চিকিৎসকের মায়ের উপর হামলার ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। গতকাল নিহত চিকিৎসকের মা  বলেন, 'আমায় মেরেছে। কপালে মেরেছে।  অনেক পুলিশ মিলে মেরেছে। রাস্তায় ফেলে মেরেছে।'কর্মস্থলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ছাড়তে হয়েছে মেয়েকে। সেই সন্তানের জন্য বিচার চাইতে গিয়ে মা-বাবাকেও আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। মায়ের মাথায় গুরুতর চোট লাগল, ভেঙেছে শাঁখা।সন্তানের হত্যাকারীদের শাস্তি চেয়ে শনিবার পথে নেমেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। 

একবছর পরেও মেয়ের বিচার না মেলার অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কিছুটা পথ এগোতেই মার খেতে হয় সন্তানহারা দম্পতিকে। শনিবার থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন নিহত চিকিৎসকের মা। রবিবার সেই হাসপাতালে দাঁড়িয়েই ফের একবার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের বাবা। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, আমাকেও ধরেছিল কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি, আমার হাত, জামা, কাপড় দেখুন, আমার জুতোটার অবস্থা দেখুন, ছিঁড়ে ফেলেছে, যত জনসংখ্যা ছিল, তার থেকে অনেক বেশি পুলিশ ছিল, (স্ত্রীকে) মহিলা পুলিশ পাশে টেনে নিয়ে গিয়ে তারপরে মেরেছে।

কিন্তু অভয়ার মা জখম হলেন কী করে? তা নিয়ে রাজনীতি থামছে না। অভয়ার মা-বাবার উপর হামলার ঘটনায় বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছে তৃণমূল। পাল্টা পুলিশের দিকে আঙুল তুলছে বিজেপি।তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,'এতদিন ধরে ওঁরা (অভয়ার মা-বাবা) তো বহু মিটিং-মিছিলে গেছেন। তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন! কাল (শনিবার) তো আপনারা দেখেছেন, বিজেপির ওই ন্যাড়া নাড়ু, ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে, নিজের মুখ দেখাবে বলে। একটা কোনও ছবি পাওয়া যায়নি যে, কোনও পুলিশ কোনওভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন।'