অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) বিচারের দাবিতে প্রতিবাদে সরব আর্টিস্ট ফোরাম (Artist Forum)। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শিল্পীরা। আন্দোলনের মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল দেব (Dev) , রূপা গঙ্গোপাধ্যায়, চৈতী ঘোষাল, তনুশ্রী চক্রবর্তী, পাওলি দাম (Paoli Dam), অর্জুন চক্রবর্তী, চন্দন সেন, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখকে। প্রতিবাদের ভাষা শিল্পীদের মুখে। কী বললেন পাওলি দাম?


আর্টিস্ট ফোরামের প্রতিবাদ, নিরাপত্তার বিষয়ে কী বললেন পাওলি দাম?


প্রত্যেকদিন শহরজুড়ে, রাজ্যজুড়ে এমনকী দেশে বিদেশেও একাধিক প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি একাধিক প্রতিবাদ মিছিলেন ডাক দিয়েছেন কখনও চিত্রশিল্পীরা, কখনও চলচ্চিত্র শিল্পীরা, কখনও সঙ্গীতশিল্পীরা, কখনও মনোবিদেরা, কখনও বা ফুটবল সমর্থকেরা।


এদিন টলিউডের আর্টিস্ট ফোরামের তরফে প্রতিবাদের ডাক দেওয়া হয়। কিন্তু এত প্রতিবাদ, মিছিলেও কি বিচার মিলবে? পাওলি দামের কথায় 'বিচার পাব কি না জানি না, প্রতিবাদ করব যতটা আমাদের পক্ষে সবচেয়ে বেশি করা সম্ভব। বৃষ্টি রোদ জল যাই থাকুক না কেন, পথে নামছি আমরা। তার একটাই কারণ, ২০২৪ সালে দাঁড়িয়ে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন... শুধু কাজের ক্ষেত্রে মেয়েদের বলব না, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনও মানুষের নিরাপত্তা চাই। নিরাপত্তা আমার বাড়ি থেকে শুরু হবে। রাস্তায় বেরোলে নিরাপত্তা চাই। কাজের ক্ষেত্রে যেন শান্তিতে কাজ করতে পারি সেই নিরাপত্তা চাই। কেন এই প্রশ্ন উঠবে? এরকম একটা জঘন্য ঘটনা, কলকাতার বুকে, আমার প্রিয় শহরে, আমার বড় হয়ে ওঠার শহরে ভাবতেই পারছি না। আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। সেখানে এমন ঘটনা ভাবা যায় না। আরও একটি বিষয়, আমাদের আরও কঠিন আইনের প্রয়োজন। আর সেগুলো নির্যাতিতাদের পক্ষে এক্ষুনি কার্যকর হওয়া প্রয়োজন।'


আরও পড়ুন: IIFA Awards: আসছে IIFA অ্যাওয়ার্ডস! সঞ্চালনায় শাহরুখ-কর্ণ, কবে কোথায় দেখা যাবে?


অন্যদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ। অন্য দিকে, হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগও সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর জি কর দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। (RG Kar Case) পাশাপাশি, তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে ধৃতই আসল দোষী কি না, সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।