কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। শনিবার লিগের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হল।


২০২৪-২৫ মরশুম থেকে দেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মহমেডান স্পোর্টিং ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে। যার ফলে আইএসএলে ক্লাবের সংখ্যা দাঁড়াবে ১৩। ২০২৩-২৪ আই-লিগ শিরোপা জয়ের পর, মহামেডান এসসি আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে, পাঞ্জাব এফসি-র পর।


গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং। এই সাফল্যের ফলেই এ বার আইএসএলে খেলবে তারা। কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি গত চার বছর ধরে খেলছে। আইএসএলে। এ বার আর এক প্রধানকেও দেখা যাবে দেশের সেরা ফুটবল লিগে। বাংলার ফুটবলপ্রেমীদের কাছে যা বেশ খুশির খবর।


উল্লেখ্য, কিছুদিন আগেই আরজি কর কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করে পথে বিক্ষোভে একজোট হয়ে পথে নেমেছিল কলকাতার তিন প্রধান। ডার্বি বাতিলের আন্দোলনে শামিল সমর্থকদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে ময়দানের তিন প্রধানের পক্ষ থেকে। সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইস্টবেঙ্গলমোহনবাগান, মহমেডান কর্তারা। কলকাতা থেকে ডুরান্ডের ম্যাচ সরানোর প্রতিবাদ করে যৌথ বিবৃতি প্রকাশ করেছিলেন তাঁরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ডুরান্ড কর্তৃপক্ষের কাছেও একই আবেদন করেছিলেন তিন প্রধানের কর্মকর্তারা।


                                                                                                                                                                    তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া 


আরও পড়ুন: রেকর্ড অঙ্কের সম্পত্তি, প্রচুর এনডোর্সমেন্ট, 'মিঃ আইসিসি' ধবনের এই অজানা তথ্যগুলো জেন নিন