মুম্বই: সময় এসে গিয়েছে 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি' অ্যাওয়ার্ডস (International Indian Film Academy Awards 2024) ওরফে IIFA অ্যাওয়ার্ডসের। আর এবারের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন স্বয়ং কিং খান (Shah Rukh Khan)। সঙ্গী কর্ণ জোহর (Karan Johar)। ২৪তম আইফা অ্যাওয়ার্ডস কবে কোথায় হবে?


IIFA অ্যাওয়ার্ডসের সঞ্চালনায় এবার শাহরুখ-কর্ণ


২৪তম IIFA অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। তাঁদের ব্যক্তিগত জীবনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মঞ্চে দারুণ যুগলবন্দি তৈরি করবে বলাই বাহুল্য। তারকা খচিত অনুষ্ঠানের মঞ্চ নিজের পারফর্ম্যান্স দিয়ে আলোকিত করবেন শাহিদ কপূরও। 


আবু ধাবির ইয়াস দ্বীপে আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর, 'IIFA উৎসব' অনুষ্ঠিত হওয়ার কথা। 'IIFA উৎসবম' দিয়ে শুরু হবে ফেস্টিভ্যাল। ২৭ সেপ্টেম্বরে এই অনুষ্ঠানে হবে চারটি উজ্জ্বল দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রেশন। এরপর ২৮ সেপ্টেম্বর 'IIFA' অ্যাওয়ার্ড শো হবে। ২৯ সেপ্টেম্বর উৎসবের সমাপ্তি ঘটবে একটি 'কেবলমাত্র আমন্ত্রিত'দের জন্য ইভেন্টের মাধ্যমে, যার নাম 'IIFA রকস'। ইতিমধ্যেই অনুষ্ঠানে সঞ্চালনা প্রসঙ্গে শাহরুখ ও কর্ণ এবং পারফর্ম করার ব্যাপারে শাহিদ প্রতিক্রিয়া দিয়েছেন। 






 






আরও পড়ুন: Payel Mukherjee: অভিনেত্রীর গাড়িতে হামলার অভিযোগ, আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন গ্রেফতার সেনা অফিসারের






IIFA অ্যাওয়ার্ডস শুরু হয় ২০০০ সালের ২৪ জুন। গত বছরের IIFA অনুষ্ঠিত হয় মে মাসে, আবু ধাবিতেই। সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল অজয় দেবগণের 'দৃশ্যম ২'। এই বছরের সেরার শিরোপা ওঠে কোন কোন ছবির মাথায় তা বলবে সময়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।