কলকাতা: আর জি কর কাণ্ডে এবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবকে চিঠি বিজেপি সাংসদের । বাংলায় আমলাতন্ত্রের রাজনীতিকরণের অভিযোগে পদক্ষেপ চেয়ে চিঠি ।'নিরপেক্ষতা ভুলে রাজনীতির নেতাদের কথায় চলছেন IAS, IPS'রা'। আমলাদের রাজনীতিকরণের অভিযোগে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রকে চিঠি।


আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি।  সম্প্রতি জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দেয় গেরুয়া শিবির। ডোরিনা ক্রসিংয়েও বিজেপির ধর্না অবস্থান চলে। বিজেপির তপশিলি মোর্চার ডাকে ধর্না কর্মসূচি চলে। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ফের পথে নামল বিজেপি ও সিপিএম। একদিকে, মৌন মিছিল করলেন বিজেপি বিধায়করা। অন্য়দিকে, সিপিএমের মিছিলে, ছড়াল উত্তেজনা।


পাশাপাশি, স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে ঝাঁটা হাতে মিছিলে হাঁটলেন মহিলারা। সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'সিপিকে গ্রেফতার। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের শাস্তি দিতে হবে।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে। বিনীত গোয়েল সরে যাওয়া সময়ের অপেক্ষা।  দোষীরা শাস্তি পাক আমরা চাই।' আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। সেই দাবিকে সামনে রেখে,প্রতিবাদে পথে সিপিএম- মৌন মিছিল বিজেপি বিধায়ক- ঝাঁটা হাতে মহিলাদের প্রতিবাদ। একদিকে যখন পথে নামল সিপিএম নেতৃত্ব , অন্য়দিকে, তখন মৌন মিছিল করলেন বিজেপি বিধায়করা। 


কোথাও আবার ঝাঁটা হাতে পথে নেমে প্রতিবাদ করলেন মহিলারা। আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে এদিন পথে নামে সিপিএম। রাজাবাজার থেকে শুরু হয় মিছিল। মিছিলে পা মেলান মহম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা। খান্নার কাছে পুলিশের ব্য়ারিকেড থাকলেও তা ভেঙে সামনের দিকে এগিয়ে যায় মিছিল। পরবর্তীতে শ্য়ামবাজার মোড় থেকে খানিক আগে ফের পুলিশের ব্য়ারিকেডের মুখে পড়লেও, ব্য়ারিকেড ভেঙে এগিয়ে যান সিপিএমের নেতা-কর্মীরা।


আরও পড়ুন, চড়ের পর এবার সন্দীপ ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল চটি !


বিধানসভায়, ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাস হওয়ার পর, বিধানসভা থেকে ডোরিনা ক্রসিংয়ের বিজেপির ধর্ণামঞ্চ পর্যন্ত মৌন মিছিল করেন বিজেপি বিধায়করা। দফা এক, দাবি এক, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ, লেখা- টি-শার্ট পরে মিছিলে হাঁটেন বিজেপি বিধায়করা। ন্য়ায়বিচারের দাবিতে, এদিন 'কালচারাল অ্য়ান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের' ডাকে ঝাঁটা হাতে মিছিল করেন মহিলারা। রবীন্দ্রসদন থেকে শুরু হওয়া সেই মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, এবং জিতেন্দ্র তিওয়ারি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।