ঢাকা: তাঁর ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল বাবর আজমদের বিপাকে ফেলেছিল। বাংলাদেশের তরুণ তুর্কি নাহিদ রানা (Nahid Rana) পদ্মাপারের দলকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে জয় পেয়েছেন শান্তরা। কেবলমাত্র ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই লাল বলের ক্রিকেটে বাংলাদেশের জয় এখনও অধরা। এই দুই দলের বিরুদ্ধে নিজেদের পরের দুই টেস্ট সিরিজ় খেলবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের জন্য এই দুই সিরিজ়ে ভাল ফল করতে হলে নাহিদের ভাল পারফর্ম করাটা ভীষণই জরুরি।


১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। সিরিজ় শুরুর আগে কিন্তু টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা দিয়ে রাখলেন বছর ২১-র ফাস্ট বোলার। রোহিত বাহিনীর উদ্দেশে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের পোস্ট করা এক ভিডিওতে নাহিদ বলেন, 'আমরা ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছি এবং ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য আমরা প্রস্তুত। আমরা যত অনুশীলন করব, ততই তো ম্যাচে নির্ভুলভাবে নিজেদের পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে পারব। ভারত নিঃসন্দেহে ভাল দল। কিন্তু যে দল ওই ম্যাচে ভাল ক্রিকেট খেলবে, তারাই তো জিতবে। দেখা যাক কী হয়।'


নাহিদ কিন্তু কারুর অনুকরণ নয়, বরং নিজের পরিচয় গড়তে উদ্যমী। তাঁর গতিতে মজে গোটা বাংলাদেশ। এত দ্রুত গতিতে বল করার রহস্য কী? নাহিদ জানান, '১৫০, ১৫২ কিমিতে বল করতে হবে, এই ভেবে কোনওদিন বল করিনা আমি। দল আমার জন্য যে পরিকল্পনা তৈরি করে দিয়েছে, সেই পরিকল্পনা মতোই বল করার চেষ্টা করি। বা আমি নিজে যদি মাথায় কোনও পরিকল্পনা তৈরি করি, সেইমতো বল করাটাই লক্ষ্য থাকে। আর গতিটা তো বলে করা যায় না। গোটাটাই নির্ভর করে ছন্দের ওপর। ভাল ছন্দে থাকলে আপনা আপনিই গতি অনেকটা বেড়ে যায়।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: গিলের জন্মদিনে মাখোমাখো ছবি, আবেগঘন বার্তা, অবনীতের সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন