কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন  ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। কিন্তু, তারপরেও তাঁর FIR নিল না পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। 

আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীষ ঘোষের বিরুদ্ধে সরব হন প্রাক্তন ডেপুটি সুপার। এরপর আবার মঙ্গলবার তিনি বিস্ফোরক সব অভিযোগ আনেন সন্দীপের বিরুদ্ধে। কিন্তু তাঁর দাবি, মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে, তিনি তাঁর আইনজীবীকে নিয়ে যান টালা থানায়। কিন্তু সেখানে পুলিশের থেকে সহায়তা পাননি।  এফআইআর করেনি পুলিশ ।

আখতার আলির অভিযোগ, থানা থেকে তাঁকে বলা হয়, যেহেতু আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, তাই এখন এফআইআর করা যাবে না। তাঁকে শুধুমাত্র লিখিত অভিযোগ করতে বলা হয়। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।  

মঙ্গলবার ঠিক কী বলেছিলেন আখতার আলি ? প্রভাবশালী তকমাপ্রাপ্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক ১ বছর ৫ মাস আগে দুর্নীতির চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছিলেন আর জি করের প্রাক্তন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি বলেছিলেন, ' আমি ওর দুর্নীতির বিরুদ্ধে এগুলো অ্যান্টি করাপশন ব্যুরোকে জানিয়েছিলাম। আমি ভিজিল্য়ান্স কমিশনকে জানিয়েছিলাম। তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া ওর সঙ্গে আমার প্রকাশ্যে বিবাদ হয়ে যায় এটা নিয়ে, দুর্নীতি নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা অভিযোগ জানিয়েছিলাম।' 

কিন্তু এতদিন বাদে রাজ্য় সরকার যখন সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তে SIT গঠন করছে, তখন তার মধ্য়ে অন্য় কৌশল দেখছে বিরোধীরা। এদিন, স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় আর জি কর মেডিক্যাল কলেজ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে। এর আগে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এই সন্দীপ ঘোষকেই নিশানা করেছিলেন তৃণমূলের আরেক রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও জহর সরকার। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে