আবির দত্ত, কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের তৎপরতা তুঙ্গে। সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআইকে দেওয়া সঞ্জয়ের তথ্যে অসঙ্গতি রয়েছে এই মর্মে সোমবার শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আবেদনও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে সামনে আসে এক যোগসূত্র। উঠে আসে এক এএসআই-এর নাম। এদিকে সঞ্জয়ের নাম শুনেই দৌড় ASI-এর। এক দৌড়ে একেবারে সিবিআই-এর দফতরের ভিতরে ঢুকে যান তিনি।
চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ বলে পরিচিত এএসআইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই কর্তারা। কবে থেকে এত বাড়বাড়ন্ত সঞ্জয় রায়ের? মাথায় কার হাত? সঞ্জয় রায়কে কবে থেকে চেনেন। একাধিক ছবি দেখা গিয়েছে এক সঙ্গে। জানতে ২ দফায় এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট সঞ্জয়ের? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে সিবিআইকে। পুলিশ অফিসার তো দূরের কথা, পুলিশকর্মীও নয়। নিছক কনস্টেবল? তাও নয়। এমনকী হোমগার্ডও নয়। সামান্য সিভিক ভলান্টিয়ার হয়েও, পুলিশের ব্যারাকে থাকা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের জন্য বরাদ্দ হওয়া মোটরবাইক নিয়ে ঘুরে বেড়ানো, নিয়মিত কাজে না আসা, যখন তখন হাসপাতালো ঢোকা-বেরনোর মতো সব সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত সে। তবে কি এএসআই অনুপ দত্তের ছত্রছায়াতেই বেড়ে উঠছিল সঞ্জয়? না কি মাথায় রয়েছে আরও কোনও হাত?
উল্লেখ্য, পুলিশের কল্যাণমূলক বিভিন্ন কাজের জন্য প্রয়োজন অনুসারে কনস্টেবল, হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারদের অ্যাটাচ করা হয়। তবে নিয়ম হচ্ছে, পুলিশের যে কাজে সংশ্লিষ্ট কর্মী যুক্ত রয়েছেন, সেই কাজে ব্যাঘাত না ঘটিয়ে জনকল্যাণের কাজে যুক্ত হবেন তিনি।
আরও পড়ুন, পুলিশ নয়, আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী
কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত হওয়া, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সিভিক ভলান্টিযার সঞ্জয় রায়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল। সূত্রের দাবি, পুলিশের বাইক নিয়ে সরকারি তেল খরচ করে তিনি ঘুরে বেড়াতেন। অফিসে প্রায় যেতেনই না। প্রভাব-প্রতিপত্তিও ছিল অনেকটাই।
অন্যদিকে, সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে পুলিশের FIR । আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগ, আর্থিক দুর্নীতি দমন মামলায় FIR। আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২৩-এর জুলাইয়ে তৎকালীন ডেপুটি সুপারের নালিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে