RG Kar Protest: ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলনী। পুজো মণ্ডপের সামনেই উঠল 'উই ওয়ান্ড জাস্টিস' স্লোগান। আর তারপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ২০ জনকে আটক করা হয়েছে বলে খবর। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। অন্যদিকে শোনা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে লালবাজারে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের সঙ্গে লালবাজারের পথে অসংখ্য সাধারণ মানুষ। চলছে মিছিল। উঠছে স্লোগান। তবে লালবাজার অভিযানের মাঝেই ব্যারিকেড করে মিছিল আটকে দিয়েছে পুলিশ।
ষষ্ঠীর দিন বিকেলে দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজো মণ্ডপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে উঠেছিল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। সেই একই চিত্র এদিন সন্ধ্যায় দেখা গেল ত্রিধারা সম্মিলনীর পুজোর প্যান্ডলের কাছেও। তবে স্লোগান দেওয়া শুরু হতেই আন্দোলনকারীদের ৯ জনকে আটক করে পুলিশ। গাড়িতে তুলে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। এদিকে এই ঘটনার প্রতিবাদে লালবাজারের দিকে এগোচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সঙ্গে ছিলেন সাধারণ মানুষ। তবে মাঝপথেই মিছিল আটাকায় পুলিশ। ব্যারিকেডের সামনেই বেন্টিঙ্ক স্ট্রিটে রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অনেকের দাবি, ২০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে মহিলা আন্দোলনকারীরাও।
আন্দোলনকারীদের একাংশের দাবি ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে লিফলেট বিলি করা হচ্ছিল শান্তিপূর্ণ ভাবেই। পুজো শুরুর দিন থেকে আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এই লিফলেট বিলি করার পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই মতোই কাজ চলছিল। কিন্তু আটক হয়েছেন ২০ জন। এরপরই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে থেকে লালবাজার অভিযানে সামিল হয়েছেন প্রচুর মানুষ। মিছিলে পা মিলিয়েছেন অনেকেই। চলছে স্লোগান। রয়েছে প্ল্যাকার্ড-পোস্টার। কী কারণে ত্রিধারার সামনে থেকে আন্দোলনকারীদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, আন্দোলনের ব্যাপারে পুলিশ কেন এত সক্রিয়, এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই লালবাজারে যাচ্ছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকেই ঘোষণা করা হয়েছিল অভয়া পরিক্রমার। শহরের বিশিষ্ট পুজো মণ্ডপগুলিতে আন্দোলকারীরা নিজেদের দাবি লিফলেট বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন বলে জানানো হয়েছিল। তবে আজ দুপুর থেকেই শুরু হয়েছে বিশৃঙ্খলা। অভয়া পরিক্রমার মিছিল আটকে দেয় পুলিশ। যে ম্যাটাডোর ভাড়া করা হয়েছিল তার চাবি খুলে নেওয়া হয়। এরপর বিকেলে ত্রিধারার সামনে স্লোগান দেওয়ায় আটক করা হয়েছে আন্দোলনকারীদের একাংশকে। তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। লালবাজারের সামনে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনার। মোতায়েন রয়েছে প্রচুর মহিলা পুলিশও। ব্যারিকেডের অন্য প্রান্তে আন্দোলনকারীরা রয়ছেন। তাঁদের দাবি যাঁদের আটক করা হয়েছে তাঁদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। কেন আটক করা হয়েছে তাও জানতে চাইছেন আন্দোলনকারীরা। জানা যাচ্ছে, ত্রিধারার সামনে থেকে মহিলা আন্দোলনকারীদেরও আটক করা হয়েছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে আসার আহ্বান অপর্ণা সেনের