RG Kar News Update: ষষ্ঠীর সন্ধ্যায় অনশনের চতুর্থ দিনে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে পৌঁছলেন অপর্ণা সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনশন মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যখন জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন সেখানেও যান বর্ষীয়ান অভিনেত্রী- চিত্র পরিচালক। 


এদিন জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকেও সেখানে আসার আহ্বান জানিয়েছেন অপর্ণা সেন। তিনি বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনি নিজে অনশন করেছেন, জানেন অনশন করা কী জিনিস, আপনি এখানে এসে এঁদের কাছে দাঁড়ান, আপনি আসুন, এঁরা আপনার সন্তানসম, আপনি না এলে কিচ্ছু হবে না, আমি হাতজোড় করে বলছি, অনুরোধ করছি মাননীয়া আপনি নিজে এখানে এসে দাঁড়ান, ওঁদের কথা শুনুন, অবস্থাটা দেখুন। আপনার অধস্তন কর্মীরা ইমেল করছেন, কিন্তু আপনি নিজে আসুন, আমি অনুরোধ করছি। এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে 'উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস' স্লোগানে স্বর মেলাতেও দেখা গিয়েছে প্রবীণ অভিনেত্রীকে। 


আজ সন্ধ্যায় অনশন মঞ্চে গিয়ে অপর্ণা সেন বলেছেন, 'ওঁদের প্রতিবাদের সঙ্গে আমার প্রতিবাদ মেলাতে এসেছি। এঁরা তো অনশন করছেন শুধু তো নিজেদের জন্য নয়, ডাক্তারদের নিরাপত্তার জন্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এঁরা এই অনশনে নেমেছেন। কতখানি ডেসপারেট হয়ে গেলে মানুষ আমরণ অনশনের সিদ্ধান্ত নেয় সেটা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিন সকলে। এঁদের প্রতিবাদের সঙ্গে আপনাদের প্রতিবাদ মিলিয়ে দিন। এঁদের কণ্ঠস্বরের সঙ্গে আপনাদের কণ্ঠস্বর মেলান। এঁরা যে অনশন করছেন তা যেন ব্যর্থ না হয়। এঁদের শরীর খারাপ হয়ে যাবে। এঁরা বলছে হাসিমুখে যে আমরা ঠিক আছি। কিন্তু আমরা তো জানি এতদিন ধরে অনশন করলে শরীরে কী অবস্থা হয়। মেয়েরা কীভাবে পাবলিক বাথরুমে যাচ্ছেন। ওঁরা বলছেন সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিচ্ছেনও।' 


বুধবার সন্ধ্যায় ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি। আজ স্বাস্থ্যভবনেও জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব। ইমেল করে ৮ থেকে ১০ জন প্রতিনিধিকে নিয়ে যাওয়ার অনুরোধও করা হয়েছে। 


আরও পড়ুন- এবার কর্মবিরতির সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসকদেরও