কলকাতা: আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান। ৪ নভেম্বর, দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে 'অভয়া মঞ্চ'। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ।
'অভয়া মঞ্চ' তৈরি করে ফের পথে: আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এদিনের বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।
৪ই নভেম্বর, সন্ধে ৭ থেকে রাত ৯টা পর্যন্ত দ্রোহের আলো জ্বালাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ৯ নভেম্বর, রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত হয়ে 'জনতার চার্জশিট'। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে জলপাইগুড়ির জয়গাঁও, প্রায় ২ হাজার কিলোমিটারের বেশি জাঠা করবে 'অভয়া মঞ্চ'। রাজ্যের যেখানে যেখানে সম্প্রতি খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, মহিলারা নিগৃহীত হয়েছেন সেই জায়গাগুলো ছুঁয়ে যাবে এই পদযাত্রা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে জানানো হয়েছে তারা জেনারেল বডির বৈঠক করে সিদ্ধান্ত নেবে 'অভয়া মঞ্চে' থাকবে কি না।
আর জি কর মেডিক্য়ালে কর্তব্যরত চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনা, নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভয়াবহ ঘটনার পর চিকিৎসকের কর্মস্থল আর জি কর মেডিক্যালে বসেছে ভাস্কর্য। আর এবার, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাখা প্রতীকী মূর্তি উধাও হয়ে গেল শ্যামবাজার থেকে। জঘন্য় এই ঘটনার প্রতিবাদে, শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ৩ থেকে ২৫ সেপ্টেম্বর ধর্না-অবস্থানে বসেছিল SFI, DYFI. তখনই সেখানে বসানো হয়েছিল এই প্রতীকী মূর্তি। ধর্না-অবস্থান উঠলেও, সেখানেই রাখা ছিল মূর্তিটি। শনিবারের পর থেকে আর দেখা যাচ্ছে না সেটিকে। মূর্তি উধাও হতেই, শ্যামপুকুর থানায় অভিযোগ জানিয়েছে DYFI। কিন্তু, মূর্তি কারা সরিয়ে নিয়ে গেল? সেই প্রশ্ন ঘিরে বিতর্ক থেকেই যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: বাড়ছে ভাঙন, কীভাবে হবে সাগরমেলা? প্রস্তুতি বৈঠক প্রশাসনের