Bank of India Special FD: ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই আগে এটা দেখেন যে কোন ব্যাঙ্কে বেশি সুদ মিলছে। ভারতের একটি অন্যতম পাবলিক সেক্টর ব্যাঙ্ক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit) চালু করেছে যেখানে সাধারণ স্কিমের থেকে বেশি সুদ মিলবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে এই 'স্টার ধনবৃদ্ধি স্কিম'। এই স্কিমের অধীনে সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিক উভয়েই সাধারণ স্কিমের (Bank of India Special FD) তুলনায় বেশি সুদ পাবেন আমানতের উপর। ৩ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য এই স্কিম প্রযোজ্য হবে।
স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিম কী ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিমে খুব স্বল্প সময়ের জন্য আমানতের উপর বেশি সুদ পাওয়া যাবে। এই স্কিমের অধীনে ৩৩৩ দিনের জন্য আপনি টাকা জমা করাতে পারেন। সাধারণ গ্রাহকরা ৩৩৩ দিনের মেয়াদে স্থায়ী আমানতের জন্য ৭.২৫ শতাংশ সুদ পান, আর প্রবীণ নাগরিকরা এই একই মেয়াদে পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। আর সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ ৮০ বছর বা তাঁর বেশি বয়সীদের জন্য এই স্কিমেই স্থায়ী আমানতে সুদ মিলবে ৭.৯০ শতাংশ। এই নতুন স্কিম চালু করার পাশাপাশি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের স্থায়ী আমানতের সুদের হারে বদল এনেছে। ১ সেপ্টেম্বর ২০২৪ থেকেই কার্যকর হবে এই নিয়ম।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাধারণ এফডিতে কত সুদ
৭ দিন থেকে ৪৫ দিনের জন্য এফডিতে এই ব্যাঙ্কে সুদ মেলে ৩ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের মেয়াদের জন্য সুদের হার ৪.৫ শতাংশ, ১৮০ দিন থেকে ১ বছর পর্যন্ত সুদের হার ৬ শতাংশ, ১ থেকে ২ বছরের জুন্য সুদের হার মিলবে ৬.৮ শতাংশ, ২ থেকে ৩ বছরের মেয়াদে স্থায়ী আমানতের জন্য সুদের হার ৬.৭৫ শতাংশ। আর সবশেষে ৫ বছর বা তাঁর বেশি সময়ের জন্য এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার মিলবে ৬ শতাংশ হারে।
অন্যান্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে
অমৃত কলস স্কিম- ভারতীয় স্টেট ব্যাঙ্কে গ্রাহকদের জন্য এই স্কিমে ৪০০ দিনের মেয়াদে এফডিতে সুদ মিলবে ৭.১০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে আবেদন।
ইন্ডিয়ান ব্যাঙ্কের বিশেষ এফডি- এই স্কিমে ইন্ড সুপার প্রকল্পে স্থায়ী আমানত করলে ৩০০ দিনের জন্য সুদ মিলবে ৭.০৫ শতাংশ। ৮০ বছর বা তার বেশি বয়সীদের জন্য সুদের হার রয়েছে ৭.৮০ শতাংশ।
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কের এফডি স্কিম- এই ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিমে ২২২ দিন, ৩৩৩ দিন ও ৪৪৪ দিনের মেয়াদে যথাক্রমে ৬.৩০ শতাংশ, ৭.১৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে।