কলকাতা: আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের অভিযোগ, ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে পুলিশের সক্রিয় ভূমিকা রয়েছে। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর সেই মিছিল পুলিশি ব্যারিকেডের সামনে বাধা পেতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেখান থেকেই রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। 


জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা ৪৮ ঘণ্টা ডিউটি করতে পারি। টানা রোগীদের পরিষেবা দিতে পারি। তাহলে আজকের দিনের জন্য এখানে অবস্থানও করতে পারি। যতক্ষণ না কমিশনার এসে কথা বলবেন আমরা ততক্ষণ থাকব। আজ সারারাত হলে সারারাতই অপেক্ষা করব। '


এদিকে, যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে জুনিয়র ডাক্তারদের। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে আরও ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের।  


আরও পড়ুন, 'প্রমিস ভেঙেছে পুলিশই', গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা, পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল


চিকিৎসকদের তরফে এদিন বলা হয়, 'আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম। এসে দেখলাম বেন্টিঙ্ক স্ট্রিটের অনেক আগেই লোহার ব্যারিকেড দিয়ে আমাদের আঁটকে দেওয়া হল। যেন একটা ভায়োলেন্ট মবকে আটকানো হচ্ছে। এখানে ডাক্তাররা শান্তিপূর্ণভাবে নিজেদের ডেপুটেশন দিতে এসেছে। এত আগে আটকানোর কী কারণ? জানা নেই। যার কাছে ডেপুটেশন দিতে এসেছি তাঁর কাছ অবধিই যখন পৌঁছতে পারছি না, তাহলে তিনিই আমাদের কাছে আসুন। আমরা অপেক্ষায় এখানে বসে আছি। এখন উনি যদি এতই দাম্ভিক হন, যদি মনে হয় উনি আসবেন না, তাহলে আমরা এখানেই বসে থাকব।'                                                        


গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে